E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চট্টগ্রামে আইনজীবী বাপ্পী হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

২০২৩ জুলাই ২৬ ১৭:২০:০৭
চট্টগ্রামে আইনজীবী বাপ্পী হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামের চকবাজারে আইনজীবী ওমর ফারুক বাপ্পীকে হত্যার ঘটনায় দুইজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ বুধবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিন সাড়ে পাঁচ বছর আগের এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন, রাশেদা বেগম ও হুমায়ুন রশিদ।

আর আল আমিন, আকবর হোসেন রুবেল ও মো. পারভেজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়া এ মামলার অপর আসামি জাকির হোসেনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে বলে পিপি আবদুর রশীদ জানান।

২০১৭ সালের ২৫ নভেম্বর চকবাজার থানার কে বি আমান আলী রোডে বড় মিয়া মসজিদের সামনে একটি ভবনের নিচতলার বাসা থেকে তরুণ আইনজীবী বাপ্পীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সেসময় তার হাত-পা বাঁধা ও মুখে টেপ মোড়ানো ছিল।

ঘটনার পর বাপ্পীর বাবা আলী আহমেদ বাদী হয়ে চকবাজার থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

(জেজে/এসপি/জুলাই ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

১০ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test