E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জে হৃদয় হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

২০১৪ নভেম্বর ১২ ১৮:৪৫:০২
কিশোরগঞ্জে হৃদয় হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আ.ম. মো. সাঈদ অপহরণ ও হত্যার দায়ে বুধবার এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। ২০১৩ সনের ২৩ মার্চ অষ্টগ্রাম থানাধীন দক্ষিণ বাঙ্গালপাড়া গ্রামের নিতাই সরকারের পুত্র হৃদয় উরফে অনন্ত সরকার (১৪) কে পূর্ব বিরোধের জের হিসেবে ফুসলিয়ে বাঙ্গালপাড়া বাজারে নিয়ে যায়। সেখানে দইয়ের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অজ্ঞান করে নোটারী রাইস মিলে একটি কক্ষে আটক রাখে। পরে তাকে গলা কেটে হত্যা করে লাশ বস্তায় ভরে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে নিহতের চাচা গৌরাঙ্গ সরকার বাদী হয়ে মামলা করলে পুলিশ তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে চার্জশীট দেয়। সাক্ষ্য জেরা শেষে আসামী মধু সরকার, পিতা- মঙ্গল সরকার কে দ. বি. ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন ও দ. বি. ২০১ ধারায় দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মামলাটি রাষ্ট্র পক্ষে ছিলেন পিপি শাহ আজিজুল হক ও আসামী পক্ষে ছিলেন এ্যাড. মিয়া মোঃ ফেরদৌস।

(পিকেএস/এএস/নভেম্বর ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test