E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাঁদপুরে শিশু ধর্ষণ-হত্যায় দুই যুবকের যাবজ্জীবন

২০২৪ অক্টোবর ০৭ ১৮:৫৫:৪৬
চাঁদপুরে শিশু ধর্ষণ-হত্যায় দুই যুবকের যাবজ্জীবন

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুরের কচুয়া বড় হায়াতপুর গ্রামে জান্নাতুন নাঈম মিশু (১৫) নামে শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে নুর আলম (২৬) ও সজীব হোসেন  (১৯) নামে ২ যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ( জেলা জজ) মোঃ আব্দুল হান্নান এই রায় দেন।

এছাড়াও বিচারক আসামিদের ২০১/৩৪ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় ৭ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। আসামিদের উভয় সাজা একসাথে চলমান থাকবে আদেশে বলা হয়।

হত্যার শিকার শিশু জান্নাতুল নাঈম মিশু উপজেলার বড় হায়াতপুর গ্রামের প্রবাসী মো. আবু হানিফের মেয়ে।

কারাদণ্ডপ্রাপ্ত আসামী নুর আলম বড় হায়াতপুর গ্রামের মনির হোসেনের ছেলে এবং সজীব হোসেন জেলার ফরিদগঞ্জ উপজেলার গাব্দেরগাঁও গ্রামের আমির হোসেনের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ৩১ জুলাই শুক্রবার দুপুরে শিশু জান্নাতুন নাঈম মিশু বাড়ির পাশে নিজেদের পালিত ছাগলের জন্য ঘাস কাটতে যান। সেখানে উভয় আসামি শিশুটিকে প্রথমে ধর্ষণ এবং পরে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনায় শিশুর মা ফাতেমা বেগম শেফালী ৩ আগস্ট কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করেন কচুয়া থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. মকবুল হোসেন।
তদন্ত শেষে তিনি একই বছর ২৯ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (স্পেশাল পিপি) শামসুল ইসলাম মন্টু বলেন, মামলাটি ৪ বছর চলাকালীন অবস্থায় আদালত ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন। মামলার সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনা করে আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের উপস্থিতিতে এ রায় দেন।

বাদী পক্ষের আইনজীবী ছিলেন আব্দুল্লাহ আল মামুন ও রিয়াদ হোসেন মুনতাসির। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মাসুম হোসেন ভূঁইয়া।

চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ আব্দুল হান্নান এ আসামীদেরকে নারী ও শিশু নিযাতন দমন আইন ২০০০ ( সংশোধিত ২০০৩ ) এর ৯(৩)/৩০ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিগণকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন ।

মামলার বাদী ফাতেমা বেগম শেফালী এ প্রতিবেদককে বলেন আমরা এ রায় সন্তুষ্ট নয় । আমাদের শিশু মেয়েকে গণধর্ষন করে হত্যা করেছে এ আসামিরা। আমরা এ রায়ে সন্তুষ্ট না। আমরা আসামিদের ফাঁসি চাই। আমরা এজন্য উচ্চ আদালতে যাবো।

বাদী পক্ষের আইনজীবী রিয়াদ মুনতাসির এ প্রতিবেদককে বলেন আমরা আসামিদের ফাঁসি দাবি করছি। আমরা এ রায়ে সন্তুষ্ট না। আমরা উচ্চ আদালতে যাব।

(ইউএইচ/এসপি/অক্টোবর ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test