E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডেসটিনির চেয়ারম্যানসহ ৬৫ জনের বিরুদ্ধে মামলা

২০১৪ মে ০৪ ১৫:৪৬:৪৮
ডেসটিনির চেয়ারম্যানসহ ৬৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার : মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনির বিরুদ্ধে ৪ হাজার ১১৯ কোটি টাকা দুর্নীতির অভিযোগে চার্জশিট দাখিল করা হয়েছে। দুই মামলার চার্জশিটে ডেসটিনির চেয়ারম্যান ও এমডিসহ ৬৫ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের ১৮ মাসের মাথায় ১৬ জানুয়ারি অভিযোগপত্র অনুমোদন করে দুদক। সেই থেকে সাড়ে ৩ মাস ধরে চলছিল চার্জশিট দাখিলের প্রস্তুতি। একজন উপ-পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের টিম এ চার্জশিট প্রস্তুত করে।

রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মোজাহার আলী সরদার ঢাকা মূখ্য মহানগর হাকিমের আদালতে (সিএমএম) মামলা দু’টির চার্জশিট দাখিল করেন। চার্জশিটে দুই মামলায় সাক্ষী করা হয়েছে ১৫০ জনকে।

এর আগে ২০১২ সালের ৩১ জুলাই ডেসটিনি গ্রুপের দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে দুদক। এক মামলায় ১ হাজার ৮৬১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। ডেসটিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের মামলায় অভিযোগ আনা হয় ২১৩ কোটি ৯০ লাখ টাকা আত্মসাতের মাধ্যমে বিদেশে পাচারের।

ডেসটিনি মাল্টি পারপাস কো-অপারেটিভ লি. মামলার চার্জশিটের আসামিরা হলেন- সাবেক সেনাপ্রধান ও ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ ও ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ রফিকুল আমীন, ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক, পরিচালক মেজবাহ উদ্দিন, ফারাহ দীবা, সাঈদ-উর-রহমান, সৈয়দ সাজ্জাদ হোসেন, জমশেদ আরা চৌধুরী, ইরফান আহমেদ, শেখ তৈয়বুর রহমান, নেপাল চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন, জসিমউদ্দিন ভূঁইয়া, এসএম আহসানুল কবির, জুবায়ের হোসেন, মোসাদ্দেক আলী খান, আবদুল মান্নান ও আবুল কালাম আজাদ।

ডেসটিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের বিরুদ্ধে দায়েরকৃত মামলার চার্জশিটে আসামি করা হয়েছে আজাদ রহমান, মোঃ আকবর হোসেন সুমন, সাঈদুল ইসলাম খান (রুবেল), মো. সুমন আলী খান, শিরীন আকতার, রফিকুল ইসলাম সরকার, মো. মজিবুর রহমান, লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম, ড. এম হায়দারুজ্জামান, মোহাম্মদ জয়নাল আবেদীন, কাজী মো. ফজলুল করিম, মোল্লা আল আমীন, মো. শফিউল ইসলাম, মো. জিয়াউল হক মোল্লা, সিকদার কবিরুল ইসলাম, মো. ফিরোজ আলম, ওমর ফারুক, সুনীল বরণ কর্মকার ওরফে এসবি কর্মকার, ফরিদ আকতার, এস সহিদুজ্জামান চয়ন, আবদুর রহমান তপন, মেজর (অব.) সাকিবুজ্জামান খান, এসএম আহসানুল কবির (বিপ্লব), এএইচএম আতাউর রহমান রেজা, গোলাম কিবরিয়া মিল্টন, মো. আতিকুর রহমান, খন্দকার বেনজীর আহমেদ, একেএম সফিউল্লাহ, শাহ আলম, মো. দেলোয়ার হোসেন, মিসেস জেসমিন আক্তার (মিলন) ও মো. শফিকুল হক।

(ওএস/এটি/মে ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test