E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিংড়ায় পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুরে পৃথক পৃথক মামলা

২০১৫ জানুয়ারি ২৭ ১৯:০৮:৫৬
সিংড়ায় পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুরে পৃথক পৃথক মামলা

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুরে পৃথক ২ টি মামলা হয়েছে।

সোমবার রাতে সিংড়া থানার এসআই মাহবুর ও খাদিজা পরিবহণ নামে ওই গাড়ীর মালিক রহিম খান বাদী হয়ে সিংড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান শামিম হোসেনসহ ২৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪৫-৫০জনের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করেন।

সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম ২জনকে আটকের সত্যতা স্বীকার করেছেন।

উল্লেখ্য, সোমবার উপজেলা বিএনপির উদ্দ্যেগে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে পৌঁছালে মিছিল থেকে এককর্মী একটি বাসের কাঁচ ভাংচুর কালে কর্তব্যরত পুলিশ সদস্য বাধা দিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এসময় সিংড়া থানার এস আই মাহবুব আহত হন।

(এমএএআর/এটিআর/জানুয়ারি ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test