E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নলডাঙ্গায় যুববককে অর্থদন্ড

২০১৫ ফেব্রুয়ারি ০৮ ২১:২৬:৪২
নলডাঙ্গায় যুববককে অর্থদন্ড

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলার শ্যামনগর মৎস্য অভয়াশ্রমে মা মাছ ধরার অপরাধে সুরুজ হোসেন (৩৫) নামে এক যুবককে পাঁচ হাজার টাকার অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জাহান এই রায় প্রদান করেন।

পুলিশ ও মৎস্য বিভাগ সূত্র জানায়, নাটোর শহরের বলারীপাড়া এলাকার শরিফুল ইসলামে ছেলে হোটেল ব্যাসায়ী সুরুজ হোসেন শনিবার দুপুরের দিকে নলডাঙ্গা উপজেলার শ্যামনগর মৎস্য অভয়াশ্রমে ছিপ ফেলে মা মাছ শিকার করছিল।

এসময় স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী অফিসারের কাছে খবর দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জাহান ঘটনাস্থলে গিয়ে সুরুজকে আটক করে। তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে পাঁচ হাজার টাকার অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
নলডাঙ্গা থানার ওসি নাসির উদ্দিন ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাজিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এমআর/এটিআর/ফেব্রুয়ারি ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test