E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন

বিএনপি-জামায়াতপন্থীদের বিজয়

২০১৫ মার্চ ১৭ ১০:০৩:৩১
বিএনপি-জামায়াতপন্থীদের বিজয়

স্টাফ রিপোর্টার : সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০১৫-১৬ বর্ষের কার্যকরী কমিটি নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী প্যানেলের আইনজীবীরা বিজয় লাভ করেছেন।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার পূর্বেই জানা গেছে বিএনপি-জামায়াতপন্থী সভাপতি প্রার্থী খন্দকার মাহবুব হোসেন ১৭৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীপন্থী সাদা প্যানেলের ইউসুফ হোসেন হুমায়ুন পেয়েছেন ১৫৮৭ ভোট।

সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নীল প্যানেলের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি পেয়েছেন ১৮৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী সাদা প্যানেলের মোমতাজ উদ্দিন মেহেদী পেয়েছেন ১৪৭৭ ভোট।

সহ-সভাপতি পদ দুটিতে নির্বাচিত হয়েছেন নীল প্যানেলের এএসএম মোক্তার কবির খান এবং সাদা প্যানেলের আবুল খায়ের। সহ-সম্পাদক পদে নীল প্যানেলের মাজেদুল ইসলাম পাটওয়ারি উজ্জল এবং সাদা প্যানেলের মো. দেলোয়ার মোস্তফা চৌধুরী (মধু)।

এছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন নীল প্যানেলের শওকত আরা বেগম দুলালী। সুপ্রিমকোর্ট বার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার ও সোমবার দুই দিনের নির্বাচনে সর্বমোট ৩৫২৯টি ভোট পড়েছে। এর আগে প্রথম দিনে ১৮০৪টি ভোট পড়েছিল। সুপ্রিমকোর্ট বারের এবারের নির্বাচনে ৮১ শতাংশ ভোট পড়েছে।

রোববার সকাল ১০টা থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়। কার্যনির্বাহী ১৪টি পদে বিজয়ী নির্ধারণ করতে এবার ৪ হাজার ৩’শ ৬২ জন ভোটার ছিলেন।

(ওএস/অ/মার্চ ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test