E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে ডাক্তারকে ১ বছরের কারাদণ্ড

২০১৫ মার্চ ১৭ ২২:৩৩:২৪
চট্টগ্রামে ডাক্তারকে ১ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর দক্ষিণ হালিশহর এলাকার জামাল উদ্দিন ভুঁইয়া (৫৩) নামে এক ভুয়া চিকিৎসকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বার্হী ম্যাজিস্ট্রেট আসিফ ইমতিয়াজ বুধবার বিকালে এ অভিযান পরিচালনা করেন।

নগরীর বন্দর টিলার ২ নম্বর নাবিক কলোনি সড়কের এরশাদ ভবনের বাসিন্দা জামাল উদ্দিন মৃত ফজলুল রহমানের ছেলে। দক্ষিণ হালিশহরের আলী শাহ ডায়গনস্টিক সেন্টারে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে গত ৬ মাস ধরে জামাল উদ্দিন রোগী দেখছিলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের লিয়াজো অফিসার সহকারী কমিশনার রাজীব-উল-আহসান জানান, তার কোনো এমবিবিএস সনদ নেই।তাই বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ (২) ধারা অনুসারে তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

এদিকে ভ্রাম্যামান আদালতের আরেকটি পৃথক অভিযানে নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকা থেকে গাঁজাসহ আটক মো. পারভেজকে (৪২) ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

(ওএস/এটিআর/মার্চ ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test