E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

২০১৫ মার্চ ২৪ ১৮:১৯:৩৫
সিরাজগঞ্জে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে চাঞ্চল্যকর শিল্পি হত্যা মামলার রায়ে নিহতের সাবেক স্বামীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড, দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত।

মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. ইমান আলী শেখ এই রায় প্রদান করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাওরাইল গ্রামের জুলমাত আলীর ছেলে ও নিহত শিল্পীর সাবেক স্বামী রবিউল ইসলাম ও একই এলাকার মোন্নাফ আলীর ছেলে সাইদুল ইসলাম।

আদালতসূত্রে জানা যায়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাওড়াইল গ্রামের রবিউল ইসলামের সাথে ২০০০ সালে বিয়ে হয় একই এলাকার সোলেমান হোসেনের মেয়ে শিল্পি খাতুনের। কিন্তু বিয়ের পর থেকেই শিল্পির উপর নির্যাতন শুরু হলে এক পর্যায়ে তাকে অণ্যত্র বিয়ে দেয় শিল্পির পরিবার। সেখান থেকে বাড়ি ফিরে নানীর বাড়ি যাবার পথে ২০০৯ সালের ১২ই জুন নিখোজ হয় সে। নিখোজ হওয়ার পরদিন তাড়াশ শ্বশানঘাটে তার লাশ পাওয়া গেলে রবিউল ও সাইদুলসহ ১০ জনকে আসামী করে তাড়াশ থানায় মামলা দায়ের করে নিহতের পিতা। এই মামলা তদন্ত শেষে সাজাপ্রাপ্ত দুইজনকে আসামী করে চার্জশিট দাখিল করা হয়। এরই প্রেক্ষিতে সাক্ষ্য প্রমাণ ও আসামীদের জবানবন্দির ভিত্তিতে দুইজনকে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত।

(এসএস/এএস/মার্চ ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test