E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সময় চাইলেন ড. ইউনূসের আইনজীবী

২০১৫ মার্চ ২৯ ১৬:৫০:৫২
সময় চাইলেন ড. ইউনূসের আইনজীবী

স্টাফ রিপোর্টার, ঢাকা : ১৩ কোটি টাকা বকেয়া করের বিষয়ে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস রবিবার (২৯ মার্চ’২০১৫) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট কর কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন নি। ড. ইউনূস দেশের বাইরে থাকায় তার কর আইনজীবী মাহবুবুর রহমান আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সময় চেয়ে আবেদন করেছেন।

এর আগে গত রবিবার (২২ মার্চ’২০১৫) এনবিআরের কর অঞ্চল-৬ (ঢাকা)-এর ১১৪ নং সার্কেল থেকে তাকে ২৯ মার্চ বেলা ১১টায় সংশ্লিষ্ট কর কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুরোধ করা হয়।

সূত্র মতে, ড. মুহাম্মদ ইউনূসের (করদাতা শনাক্তকরণ নম্বর— টিআইএন ১৭৯১০২৮৬৯৫) বকেয়া করের পরিমাণ ১৩ কোটি ৮৫ লাখ ২৫ হাজার ১২০ টাকা। দেশে বা বিদেশে বিভিন্ন সময়ে পুরস্কার বা সম্মানী বাবদ ইউনূস যে অর্থ পেয়েছেন তাঁর ওপর এই কর হয়। যা তিনি পরিশোধ করেননি। ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৩-১৪ করবর্ষের এ বকেয়া পরিশোধের জন্য এনবিআরের পক্ষ থেকে কয়েক দফা তাগাদা দেয়া হয় তাকে। পরে ড. ইউনূস বিষয়টিতে আদালতে গেলে কর আদায় ঝুলে যায়।

এর আগে ২০১২ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠা করা গ্রামীণ ব্যাংক ও তার ৫৪ সহযোগী প্রতিষ্ঠানের আয়করের নথি তলব করে এনবিআর। ওই সময় কর বিভাগ থেকে সংশ্লিষ্ট কর অঞ্চলগুলোকে চিঠি দিয়ে হালনাগাদ তথ্য দিতে বলা হয়।

(ওএস/এএস/মার্চ ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test