E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফখরুলসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগের শুনানি ১৫ জুন

২০১৫ মার্চ ৩১ ১৬:৩৮:২৯
ফখরুলসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগের শুনানি ১৫ জুন

স্টাফ রিপোর্টার : বিস্ফোরণ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১৫ জুন দিন ধার্য করেছেন আদালত।

এ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার। কিন্তু হরতালের কারণে এ মামলায় অভিযুক্তদের আদালতে হাজির হওয়া সম্ভব হয়নি। এর প্রেক্ষিতে আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট সৈয়েদ জয়নুল আবেদীন মেজবা এ মামলার অভিযোগ শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন আদালতে।

মঙ্গলবার আসামিপক্ষের সময়ের এ আবেদন বিবেচনায় এনে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন তা মঞ্জুর করে পরবর্তী অভিযোগ গঠনের জন্য ১৫ জুন দিন ধার্য করেছেন।

অভিযোগপত্রে বলা হয়, ২০১৩ সালের ২ মার্চ বিকাল ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মগবাজার পর্যন্ত মিছিলের কর্মসূচি ছিল। মিছিলে যাওয়ার পথে বেইলী রোডের সোনালী ব্যাংক ও ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের সামনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১ হাজারেরও বেশী নেতাকর্মী মানুষ ও পুলিশ হত্যার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, ইট-পাটকেল, লাঠি, লোহার রড নিয়ে রাস্তায় চলাচলরত যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এ ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক মো. আলী হোসেন বাদী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলাটি করেন। ডিবি পুলিশের উপ-পরিদর্শক দীপক কুমার দাশ গত বছরের ৪ আগস্ট অভিযোগপত্র আদালতে জমা দেন।

অভিযোগপত্রে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, আব্দুল্লাহ আল নোমান, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, হাবিব-উন নবী খান সোহেল, বরকত উল্লাহ বুলুসহ ৪১ জনের নাম রয়েছে।

(ওএস/এটিআর/মার্চ ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test