E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উজিরপুরের ইউপি চেয়ারম্যানের বরখাস্তাদেশ বহাল

২০১৫ এপ্রিল ০৭ ১৭:০৫:৫৭
উজিরপুরের ইউপি চেয়ারম্যানের বরখাস্তাদেশ বহাল

বরিশাল প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলা বড়াকোঠা ইউপি চেয়ারম্যান ফিরোজের বরখাস্তর আদেশ বহাল রেখেছে উচ্চ আদালত।

জানা গেছে, ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন ক্ষমতার অপব্যবহার করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বড়াকোঠা ইউনিয়ন পরিষদের কক্ষে ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ভাড়া দেয়ায় তাকে শোকজ করে সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়। শোকজের কোন জবাব না দেয়ায় তাকে বরখাস্ত করা হয়। ওই আদেশের বিরুদ্ধে চেয়ারম্যান ফিরোজ স্বপদে বহাল থাকার জন্য হাইকোর্টে ২৩ মার্চ রিট করেন।
রিটের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি রেজাউল হকের বেঞ্চ বরখাস্ত আদেশ স্থগিত করেন এবং ৬০ দিনের মধ্যে ব্যাংক স্থানান্তর করার জন্য নির্দেশ দেন। ইউপি চেয়ারম্যান ফিরোজ হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে রাজকীয়ভাবে হেলিকাপ্টার যোগে এলাকায় ফিরে গণসংবর্ধনায় উপস্থিত হন। ক্ষতা পুনরায় ফিরে পাওয়ায় নিজেকে বতর্মানের নায়ক হিসাবে পরিচিতি লাভ করে গণ্যমাণ্য ব্যক্তিবর্গকেও গালিগালাজ করতে দিধা বোধও করেনি ফিরোজ। রাষ্ট্রপক্ষ ১ লা এপ্রিল ইউপি চেয়ারম্যানের রায় বাতিল করার জন্য হাইকোর্টে আপিল করেন। ২ এপ্রিল বিজ্ঞ বিচারক হাসান ফয়েজ সিদ্দিকের বেঞ্চ রায় বাতিল করে ৪ সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে ইউপি চেয়ারম্যান ফিরোজের বিরুদ্ধে মামলা করার নির্দেশ প্রদান করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন জানান, ইউপি চেয়ারম্যান ফিরোজ হাইকোর্ট থেকে বরখাস্ত আদেশ স্থগিত আনায় তার পদটি গেজেট করে শূণ্য ঘোষনা করা হয়নি। তবে এখন হাইকোর্ট সেই রায় বাতিল করে মন্ত্রণালয়ের আদেশ বহাল রেখেছে। তাই ইউপি চেয়ারম্যান পদটি যথাযথ প্রক্রিয়ায় গেজেট করে শূণ্য ঘোষণা করা হবে।
(টিবি/পিবি/ এপ্রিল ০৭,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test