E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কামারুজ্জামানের রায়ের কপিতে সই হয়নি আজও

২০১৫ এপ্রিল ০৭ ২১:২৩:২৫
কামারুজ্জামানের রায়ের কপিতে সই হয়নি আজও

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের আদেশে সই করেননি সংশ্লিষ্ট বিচারপতিরা।ফলে আজ  মঙ্গলবার ফাঁসির রায় কার্যকরের কোনো সুযোগ নেই। সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার আদেশে সই হতে পারে এবং পরে তা কারাগারে পৌঁছবে।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত ওই আদেশের কপিতে সই হয়নি।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আমিনুল ইসলামের বরাত দিয়ে কয়েকজন সিনিয়র আইনজীবী জানান,আগামীকাল বুধবার রায়ের কপিতে সই করতে পারেন বিচারপতিরা। তাদের সইয়ের পরই রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এর পরেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে কারা কর্তৃপক্ষ।

এ ব্যাপারে মুহাম্মদ কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ খারিজের আদেশের কপি আমরা পাইনি। আদেশে সই হয়েছে কি না-এ প্রশ্নের জবাব দিতে পারেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার। তবে রিভিউ খারিজের আদেশে সই হওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে একটি করে রায়ের কপি পাঠানো হবে। আমাদের কাছেও রায়ের একটি কপি আসবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো কপি পাইনি।

রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাইবেন কি না- এমন প্রশ্নের জবাবে শিশির মনির বলেন, রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর মোহাম্মদ কামারুজ্জামানকে তা পড়ে শোনানো হবে। এরপর তার সঙ্গে দেখা করে আমরা তার পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেব।

প্রসঙ্গত, গতকাল সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ রিভিউয়ের রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ.এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী।

(ওএস/এটিআর/এপ্রিল ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test