E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১৫ এপ্রিল সালাহউদ্দিনকে আদালতে হাজিরের আদেশ

২০১৫ এপ্রিল ০৯ ২০:৪৭:১০
১৫ এপ্রিল সালাহউদ্দিনকে আদালতে হাজিরের আদেশ

স্টাফ রিপোর্টার : নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করার বিষয়ে হাইকোর্টের জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়েছে। আগামী ১৫ এপ্রিল এ বিষয়ে আদেশ দেয়া হবে।

বৃহস্পতিবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দ্বিতীয় দিনের শুনানি নিয়ে আদেশের এ দিন নির্ধারণ করেন।

আদালতে সালাহ উদ্দিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ ও খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।

শুনানিতে সালাহউদ্দিনের পক্ষের আইনজীবীরা বলেন, 'একজন নাগরিক নিখোঁজ হয়ে যাবে আর আইনশৃঙ্খলা বাহিনী বলবে আমরা এ বিষয়ে কিছু জানি না। আমাদের হাতে নেই।'

তারা এ সময় সালাহ উদ্দিনকে খুঁজে পেতে একটি বিচার বিভাগীয় কমিটি করার বিষয়ে আদালতের নির্দেশনা চান।

প্রসঙ্গত, আত্মগোপনে থেকে বিএনপির পক্ষে কর্মসূচি ঘোষণা করে আসছিলেন সালাহউদ্দিন। গত ১১ মার্চ থেকে তার পরিবার ও বিএনপি অভিযোগ তুলেছে, আগেরদিন ১০ মার্চ রাতে তাকে ধরে নিয়ে গেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

(ওএস/এটিআর/এপ্রিল ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test