E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বইয়ের পাতা ছেঁড়ায় ৫ বছরের জেল!

২০১৫ মে ০৭ ১৭:২১:০৫
বইয়ের পাতা ছেঁড়ায় ৫ বছরের জেল!

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত বালাম বই থেকে দলিলের তথ্য বিনষ্ট করার অভিযোগে মাজহারুল ইসলাম মুক্তার (৪৫) নামে এক ব্যক্তিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আজিজ আহমদ ভূঞা এ রায় দেন। মুক্তার জেলা রেজিস্ট্রি অফিসের তল্লাশিকারক ছিলেন।

আসামি মাজহারুল ইসলাম মুক্তার জেলার করিমগঞ্জ উপজেলার ভাটি গাংগাটিয়া গ্রামের মঞ্জু মিয়ার ছেলে। তিনি বর্তমানে জেলহাজতে আছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ৩ এপ্রিল সকালে কিশোরগঞ্জ জেলা সদর সাব রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমে দলিল তল্লাশির সময় তল্লাশকারক মুক্তার গোপনে করিমগঞ্জ উপজেলার একটি দলিলে বালাম বইয়ের পাতা ছিড়ে নিয়ে যায়।

এ ব্যাপারে রেকর্ড কিপার বিভা রানী চক্রবর্ত্তী বাদী হয়ে একই বছরের ৩০ অক্টোবর কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১২ সালের ১১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে।

রাষ্ট্রপক্ষে এপিপি নূরুল কবির ও এহতেশামুল হক চৌধুরী জুয়েল এবং আসামি পক্ষে অ্যাড. আবু নাসের ফারুক সঞ্জু ও অ্যাড. এনামুল হক মামলা পরিচালনা করেন।

(ওএস/এএস/মে ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test