E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে গৃহবধূ নির্যাতন : জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ

২০১৫ মে ১০ ১৫:৫২:৩৫
নড়াইলে গৃহবধূ নির্যাতন : জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ

স্টাফ রিপোর্টার : নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামে গৃহবধূ ববিতা খানমকে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একটি রিট আবেদনের শুনানি নিয়ে রবিবার আইন-শৃঙ্খলা বাহিনীকে এ আদেশ দেন বিচারপতি কাজী রেজা-উল হক ও আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।

একইসঙ্গে রুলও জারি করেছেন হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোষীদের কেন বিচারের আওতায় আনা হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে। নড়াইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে হবে।
দোষীদের গ্রেফতারের নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করেছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের শালবরাত গ্রামের ছালাম শেখের ছেলে শফিকুল শেখের সঙ্গে পাশের এড়েন্দা গ্রামের ইসমাইল মোল্যার মেয়ে নড়াইল ভিক্টোরিয়া কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী (প্রাইভেট) ববিতার (২১) পরিচয় হয়। সেনাবাহিনীর সৈনিক শফিকুল শেখ সিলেট সেনানিবাসের ৩৮ বেঙ্গল রেজিমেন্টে কর্মরত।

২০১৩ সালের ২১ নভেম্বর শফিকুল ও ববিতা গোপনে বিয়ে করেন। বিয়ের কিছু দিন পর ববিতার শাশুড়ি তাকে ঘরে তোলা নিয়ে টালবাহানা শুরু করেন। শফিকুলও ববিতার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে একপর্যায়ে হতাশ হয়ে পড়েন ববিতা। পরে তিনি বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন। এতে শফিকুল ও তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

গত ৩০ এপ্রিল সকাল ৭টার দিকে ববিতার স্বামী শফিকুল, ভাসুর হাসান শেখ, শ্বশুর ছালাম শেখ, শাশুড়ি জিরিন আক্তার, চাচাশ্বশুর কালাম শেখ, প্রতিবেশী নান্নু শেখ ও পদ্মবিবলা গ্রামের আজিজুর রহমান আরজুসহ বেশ কয়েকজন ববিতাকে গাছের সঙ্গে বেঁধে বাঁশ ও কঞ্চি নিয়ে শরীরের বিভিন্ন অংশ পাশবিক নির্যাতন চালায়।

এ ঘটনায় গত ৫ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ববিতার স্বামী শফিকুল শেখসহ সাতজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন ববিতার মা খাদিজা বেগম।

শনিবার ওই ‍গৃহবধূর চাচাশ্বশুর হিরু মিয়াকে শালবরাত এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

(ওএস/এএস/মে ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test