E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুলিশের হামলা ও মারধরের ঘটনায় রুল জারি

২০১৫ মে ১২ ১৫:০৯:৫১
পুলিশের হামলা ও মারধরের ঘটনায় রুল জারি

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ অনুষ্ঠানে নারী লাঞ্ছনার বিচার চাইতে আসা ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলা ও মারধরের ঘটনায় রুল জারি করেছে হাইকোর্ট। 

রুলে এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে ১৪ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে সোমবার রুলের আবেদন করেন আইনজীবি মো. ইউনুস আলী আকন্দ। তিনি এ বিষয়ে বলেন, আদালত মঙ্গলবার শুনানি শেষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানাতে রুল জারি করেছেন আদালত। স্বরাষ্ট্রসচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, রমনার ডিসি ও ওসি এবং শাহবাগ থানার ওসিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। উল্লেখ্য, বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার প্রায় এক মাস হতে চললেও কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ।

উল্টো যাঁরা নিপীড়কদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করছেন, গত রবিবার পুলিশ তাঁদের ওপরই বর্বর হামলা চালিয়েছে। নারী লাঞ্ছনার বিচার চাইতে এসে উল্টো লাঞ্ছিত হয়েছেন ছাত্রীরা। পুরুষ পুলিশের লাথি-ঘুষি খেয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে কয়েকজন ছাত্রীকে।

(ওএস/এএস/মে ১২, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test