E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দেবেন হ্যাপি

২০১৫ মে ১৭ ১১:৪০:২৩
চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দেবেন হ্যাপি

স্টাফ রিপোর্টার : হ্যাপি-রুবেল উপাখ্যানে আরব্য রজনীর মতো নতুন নতুন পর্ব যোগ হচ্ছে। সহসাই এর ইতি ঘটবে বলে মনে হচ্ছে না। রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো যেন 'শেষ হইয়াও হইল না শেষ'। রবিবারে হ্যাপির অভিযোগ থেকে রুবেলকে অব্যাহতির সুপারিশ করে দেওয়া পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। এরইমধ্যে প্রতিবেদনের ওপর নারাজি দিতে আদালত পাড়ায় উপস্থিত হয়েছেন অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি।

ঢাকার ৫নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিলা ইসলাম এ দিন ধার্য করেন।

এ বিষয়ে হ্যাপির আইনজীবী তুহিন হাওলাদার বলেন, পুলিশের পক্ষ থেকে দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনের ওপর আজ নারাজি দিব আমরা। যে প্রতিবেদন দেওয়া হয়েছে তা গ্রহণযোগ্য নয়। সেখানে জানানো হয়েছে, সাক্ষী পাওয়া যায়নি। অথচ সাক্ষীর একটি তালিকা আদালতে ইতিমধ্যে পেশ করা হয়েছে। তারা বাদীর কাছে সাক্ষীর জন্য কোনোরকম তালিকাও চায়নি।

এ ব্যাপারে হ্যাপি বলেন, 'রুবেল আমার সঙ্গে সর্বশেষ মাত্রার প্রতারণা করেছে। ভেবেছিলাম ওকে ক্ষমা করে দেব। কিন্তু ও যা করেছে তার ক্ষমা নেই। মাঝখানে মামলা থেকে ইউটার্ন নিয়ে যে ভুল করেছিলাম তা ঠিক হয়নি। সেটা ছিল আবেগের বশে। আমি যখন বলেছিলাম মামলা তুলে নেব তখন অনেকেই সাধুবাদ জানিয়েছিল, অথচ ওই সিদ্ধান্তের পরে আমাকে দেখে নেবে বলে হুমকি প্রদান করে রুবেল। এছাড়া বিয়ে নিয়ে যে খেলা শুরু করেছে সেটারও সমুচিত জবাব দিতে চাই।'

হ্যাপি বলেন, আমি যখন মিডিয়াতে বললাম দোলা নামের একটি মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে রুবেলের তখন অনেকেই আমাকে দোষারোপ শুরু করলেন। তারা বললেন, আমি কেন নতুন করে রুবেলের বিরুদ্ধে লাগলাম। আমার সঙ্গে সম্পর্ক করে আজ অষ্টম শ্রেণির একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। এটা আমি মেনে নিতে পারছি না। অনেকে বলছেন রুবেলের সঙ্গে দোলার কোন সম্পর্ক হয়নি। রুবেলও বিষয়টা অস্বীকার করছে। আমি তো জানি। ওই মেয়ের সঙ্গে আকদও সেরে ফেলেছে রুবেল। যেহেতু আকদ হয়ে গেছে সেহেতু এই মেয়েকে প্রকাশ্যে আনতেই হবে রুবেলকে। যখন দোলাকে সামনে নিয়ে আসবে তখন রুবেল তার মুখটি কোথায় লুকাবে। আমাকে নিয়ে রুবেল যেভাবে ছিনিমিনি খেলেছে তার দাঁতভাঙা জবাব আইনের মাধ্যমেই দেব।

(ওএস/পিবি/মে ১৭,২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test