E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যু, প্রকৌশলী জাহাঙ্গীরের আত্মসমর্পণ

২০১৫ মে ২১ ১১:৩৩:১১
পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যু, প্রকৌশলী জাহাঙ্গীরের আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার : রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত নলকূপের পাইপের মধ্যে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামি প্রকৌশলী জাহাঙ্গীর আলম আদালতে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্তের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন তিনি। আজই জামিন শুনানি হবার কথা রয়েছে।

২৬ ডিসেম্বর শাহজাহানপুর কলোনির মাঠে খেলতে গিয়ে শিশু জিহাদ ওয়াসা ও রেলওয়ে কর্তৃপক্ষের অরক্ষিত গভীর নলকূপের পাইপে পড়ে মারা যায়। দীর্ঘ ২৩ ঘণ্টা অভিযান চালানোর পরও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরবর্তী সময়ে সাধারণ কয়েক যুবক নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি খাঁচার সাহায্যে শিশু জিহাদের মৃতদেহ উদ্ধার করেন।

ওই ঘটনায় জিহাদের বাবা নাসির উদ্দিন ২৮ ডিসেম্বর ফৌজদারি আইনের ৩০৪/ক ধারায় মামলা দায়ের করেন।

মামলার অভিযোগপত্র থেকে জানা গেছে, গত বছরের ২৬ ডিসেম্বর বাদীর ছেলে জিহাদ কূপের পাশে খেলা করার সময় পরিত্যক্ত পাইপের ভেতর পড়ে মারা যায়। ওই ঘটনায় জিহাদের বাবা নাসির ফকির ‘দায়িত্বে অবহেলায়’ জিহাদের মৃত্যুর অভিযোগ এনে রাজধানীর শাহজাহানপুর থানায় মামলা করেন।

মামলার দুই আসামি হলেন শাহজাহানপুর রেল কলোনিতে পানির পাম্প বসানোর দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠান জেএসআরের মালিক আব্দুস সালাম এবং রেলওয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম।

তাদের মধ্যে ঠিকাদার সালাম ৮ মার্চ আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। এ ছাড়া অপর আসামি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়।

(ওএস/পিবি/মে ২১,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test