E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্বকীর বাবার কারাদণ্ড, ২ কোটি ১০ লাখ টাকা জরিমানা

২০১৫ জুন ২৪ ১৫:২৩:৩২
ত্বকীর বাবার কারাদণ্ড, ২ কোটি ১০ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বিকে একটি চেক জালিয়াতি মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ কোটি ১০ লাখ টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জের একটি আদালত।

বুধবার নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশীদের আদালতে এ রায় ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জে নিহত স্কুল ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বি।

মামলার রায়ের সময় বিবাদী রফিউর রাব্বি ও তার আইনজীবীরা উপস্থিত ছিলেন না। ১৮৮১ সালের এনআই আইনের ১৩৮ ধারায় অপরাধ সন্দেহতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করা হয়।

জানা গেছে, ২০১২ সালে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উত্তর চাষাঢ়া এলাকার সনুর উদ্দীনের ছেলে জালালউদ্দীন বাদী হয়ে ৭০ লাখ টাকার দুটি চেক জালিয়াতির মামলা করেন। যার সি আর মামলা ৩০৭/২০১২ ও যা দায়েরকৃত মামলা নং ১০৫৮/১২।

মামলায় জালালউদ্দীন আহম্মেদ উল্লেখ করেন, নারায়ণগঞ্জ স্টান্ডার্ট চার্টার ব্যাংকে গত ২০১২ সালের ৮ ফেব্রয়ারি ও একই বছর ১৫ ফেব্রয়ারি রাব্বি জালালউদ্দীনকে ৭০ লাখ টাকার দুটি চেক প্রদান করে। চেক দুটি ১৬ ফেব্রয়ারি প্রত্যাখ্যাত হয়ে ২০ ফেব্রয়ারি ফেরত আসে। পরবর্তীতে ২২ ফেব্রয়ারি লিগ্যাল নোটিশের মাধ্যমে টাকা পরিশোধের অনুরোধ জানানো হয়। নোটিশ গ্রহন করেন মার্চের ১ তারিখে। যার মেয়াদ শেষ হয় ৩০ মার্চ। কিন্তু টাকা পরিশোধ করেননি রাব্বি।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, এ রায় সুষ্ঠ হয়েছে। বিবাদী রফিউর রাব্বিকে ১ বছর সশ্রম কারাদন্ড ও ২ কোটি ১০ লাখ জরিমানা করা হয়েছে।

মামলায় বাদী পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, বর্তমাস সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, অ্যাডভোকেট মাসুদ উর রউফ, অ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলু, অ্যাডভোকেট মাহামুদা মালাসহ বেশকয়েকজন আইনজীবী।

এ বিষয়ে বিবাদী রফিউর রাব্বির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট না। বিবাদী ন্যায় বিচার পায়নি। আমরা উচ্চ আদালতে আপিল করব। আর রায়ের সময় আমরা উপস্থিত ছিলাম না। আমরা আদালতে যাওয়ার আগেই রায় ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য যে, আগামী ২৩ জুলাই শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমানের মানহানী মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহম্মেদের আদালতে সাক্ষগ্রহনের ধার্য্য দিন। লিপি ওসমানের পক্ষে ওই মামলা করেছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। দন্ডবিধির ৫০০ ধারায় ওই মামলা দায়ের করা হয়।

রাব্বির বিরুদ্ধে মামলা দায়ের পর গত ২০১৩ সালের ১ জুন রাব্বিও জালালউদ্দীন ও মাসুদ উর রঊফের বিরুদ্ধে প্রতানার মামলা দায়ের করেছিলেন। জালালউদ্দীন সংসদ সদস্য শামীম ওসমানের মামা শ্বশুর ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ উর রউফ আওয়ামী পন্থী আইনজীবী। ২০১৩ সালের ১ জুন শনিবার রাতে বাদী হয়ে সদর মডেল থানায় তিনি মামলাটি করেন রাব্বি। মামলায় তাদেরকে বিবাদী করা হয়েছিল।

(এমআইআর/এএস/জুন ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test