E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে ৩ জুয়াড়িদের জরিমানা

২০১৫ জুলাই ০৪ ১৫:০১:২৫
নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে ৩ জুয়াড়িদের জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে জুয়া খেলায় সহযোগীতা করার দায়ে  দুই জুয়াড়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও জুয়া খেলা দেখার অভিযোগে একজনের অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার ইমাম এ আদেশ দেন।

পুলিশ জানিয়েছে, উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের হাটলাল গ্রামে সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম গোলাপের নেতৃত্বে কয়েকজন জুয়ারুরা দীর্ঘদিন ধরে শকুনিগাছা নামকস্থানে জুয়ার আসর চালিয়ে আসছিল। এমতাবস্থায় শুক্রবার বিকাল থেকে শকুনিগাছায় জমজমাট জুয়ার আসর বসে। গোপন তথ্যে খবর পেয়ে থানা পুলিশ রাত সাড়ে ৯টার দিকে থানার ওসি (তদন্ত) শওকত কবিরের নেতৃত্বে সেকেন্ড অফিসার আকিবুল ইসলাম, এসআই আলীম সরর্দার সঙ্গীয় ফোর্স নিয়ে জুয়ার আসরে হানা দেয়।

পুলিশের উপস্থিতি টেরপেয়ে জুয়ারুরা ছত্রভঙ্গ হয়ে পরে। জুয়ার আসর থেকে পালানোর সময় ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জুয়া খেলায় সহযোগীতা করার দায়ে দুই জুয়াড়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা- উপজেলার সদর ইউনিয়নের হাটলাল গ্রামের মৃত মকরব আলীর ছেলে আলামিন(৩৮) ও একই গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস(৪৫)। এছাড়া আটককৃত হাটলাল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে উজ্জল মোল্লা(২৮)কে খেলা দেখার অভিযোগে ১০০ টাকার অর্থদন্ড করে ছেড়ে দেওয়া হয়েছে।

(এনআই/পিবি/জুলাই ০৪,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test