E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুরান ঢাকায় ৩ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

২০১৫ জুলাই ০৬ ১৬:৪৪:০১
পুরান ঢাকায় ৩ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : অনানুমোদিত পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

অভিযানের পর ওই প্রতিষ্ঠানগুলোকে সিলগালা করে দেয় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

প্রতিষ্ঠান তিনটি হলো- শিহাব প্রিন্টিং অ্যান্ড প্রেস, মক্কা প্রিন্টিং অ্যান্ড প্রেস এবং মীম প্রিন্টিং অ্যান্ড প্রেস।

সোমবার সকাল সাড়ে ১০ থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পুরান ঢাকার আরমানিটোলা এবং বংশাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করে র‌্যাব-২।

র‌্যাব-২’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর আরমানিটোলা, বংশাল এলাকায় অভিযান চালিয়ে অনানুমোদিত পলিথিন ব্যাগ উৎপাদন, বিপনন ও সংক্ষণের অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করে প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেওয়া হয়।

প্রতিষ্ঠান তিনটির প্রত্যেককে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫’র ১৫ ধারা অনুযায়ী ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করে।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-২’র উপ-পরিচালক ড. মো. দিদারুল আলম। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর উপস্থিত ছিলেন।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

(ওএস/পিবি/জুলাই ০৬,২০১

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test