E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্যাখ্যা দিতে সময় পেলেন জাফরুল্লাহ

২০১৫ জুলাই ২২ ১৪:২০:৪৮
ব্যাখ্যা দিতে সময় পেলেন জাফরুল্লাহ

আর্ন্তজাতিক ডেস্ক :বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তি দেওয়া হবে-সে বিষয়ে জবাব দিতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী নতুন করে সময় পেয়েছেন।  ৫ আগস্ট নতুন দিন ধার্য করা হয়েছে। 

এর আগে সকালে ট্রাইব্যুনাল-২-এ হাজির হয়ে জবাব দাখিলের জন্য সময়ের আবেদন জানান জাফরুল্লাহ চৌধুরী। আবদেন মঞ্জুর করে নতুন দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় গত ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে এজলাসে আসামির কাঠগড়ায় এক ঘণ্টার কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে ট্রাইব্যুনাল তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। এক সপ্তাহের মধ্যে জরিমানার ওই টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই দিনই জাফরুল্লাহ এজলাসে কারাদণ্ডের সাজা ভোগ করলেও অর্থদণ্ডের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন।

গত ১৬ জুন চেম্বার আদালত তার অর্থদণ্ডের কার্যকারিতা স্থগিত করেন এবং আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।



(ওএস/এসসি/জুলাই২২,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test