E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এরশাদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

২০১৪ মে ২৩ ১২:২০:০৮
এরশাদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

স্টাফ রিপোর্টার : দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী ব্যয়ের হিসাব দেননি ৯ জন প্রার্থী। এদের মধ্যে কুমিল্লা-৫ আসনের সফিকুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে।

বাকী ৮ জনের বিরুদ্ধে এবং নির্ধারিত সময়ের পরে জমা দেয়া আরো ৯ জনসহ মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা করার জন্য ইসি থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।

যারা ব্যয়ের হিসাব দেননি তারা হলেন, লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টি-জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ, শেরপুর-৩ জাসদের আবদুর রাজ্জাক ও স্বতন্ত্র প্রার্থী হেদায়েতুল ইসলাম, সুনামগঞ্জ-৫ বিএনএফ-এর মোহাম্মদ আশরাফ হোসেন, বরিশাল-৪ আসনে জয়নাল আবেদীন, লক্ষ্মীপুর-১ জাপার মোহাম্মদ মাহমুদুর রহমান এবং লক্ষ্মীপুর-৪ আসনে জাপার বেলাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী এ কে এম শরিফ উদ্দিন।

এই ৮ জনের মধ্যে কেউই এসব আসন থেকে নির্বাচিত হননি। তবে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ রংপুর-৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন। এ আসনের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিয়েছেন তিনি। তবে এরশাদের লালমনিরহাট-১ আসনে নির্বাচনী ব্যয়ের হিসাব সময়মতো জমা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এরশাদ দাবি করেছেন, তিনি নির্বাচনী ব্যয় যথা সময়ে জমা দিয়েছেন।

(ওএস/এটিআর/মে ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test