E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্লগার অনন্ত হত্যা মামলার পরবর্তী শুনানি ২০ ডিসেম্বর

২০১৫ ডিসেম্বর ০৩ ১৪:৩২:২৬
ব্লগার অনন্ত হত্যা মামলার পরবর্তী শুনানি ২০ ডিসেম্বর

সিলেট প্রতিনিধি : মুক্তমনা ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় পরবর্তী শুনানি আগামী ২০ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। সিলেট মহানগর হাকিম তৃতীয় আদালতের বিচারক মামুনুর রহমান সিদ্দিকী এই তারিখ ধার্য করেন।

বৃহস্পতিবার অনন্ত হত্যা মামলায় সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতে শুনানির দিন ধার্য ছিল। তবে আদালতের বিচারক আনোয়ারুল হক অনুপস্থিত থাকায় হাকিম তৃতীয় আদালতে যায় মামলাটি।

সহকারী পুলিশ কমিশনার আবদুল আহাদ (প্রসিকিউশন) জানান, আদালতে অনন্ত হত্যা মামলার ৮ আসামি অনুপস্থিত ছিলেন। এ জন্য আদালত পরবর্তী শুনানির তারিখ ২০ ডিসেম্বর ধার্য করেছেন।

এর আগে গত ১৯ নভেম্বর অনন্ত হত্যা মামলার আসামি জাফরান হাসানকে ৭ দিনের রিমান্ডে নেয় সিআইডি। জাফরান ঢাকায় অভিজিৎ হত্যা মামলার আসামি। গত ১০ নভেম্বর শফিউর রহমান ফারাবী, জুলহাস বিশ্বাস ও আবুল বাশারকে ৭ দিনের রিমান্ডে নেয় সিআইডি পুলিশ। এই তিনজনও ঢাকায় অভিজিৎ হত্যা মামলার আসামি।

গত ৪ নভেম্বর অনন্ত হত্যা মামলায় জাফরান হাসান, জুলহাস বিশ্বাস ও আবুল হাসানকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এ ছাড়া অভিজিৎ হত্যা মামলায় গ্রেফতার বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মো. তৌহিদুর রহমান, আমিনুল মল্লিক, আরিফুল ইসলাম, জাকিরুল প্রকাশ ও সাদেক আলী মিঠুকেও অনন্ত হত্যা মামলায়ও গ্রেফতার দেখানো হয়। তাদের ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়।

অনন্ত হত্যা মামলায় সিলেটের ফটোসাংবাদিক ইদ্রিস আলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মান্নান রাহী ও তার ভাই মোহাইমিন নোমান এবং আবুল খায়েরকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে মান্নান রাহী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এছাড়া গত ২৮ অক্টোবর অনন্ত হত্যা মামলায় জামিন পান ফটো সাংবাদিক ইদ্রিস।

প্রসঙ্গত, গত ১২ মে সকালে সিলেট নগরের সুবিদবাজারে নিজ বাসার সামনে ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test