E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের পর বন কর্মকর্তাকে কারাগারে প্রেরন

২০১৫ ডিসেম্বর ১৩ ১৯:৩৪:২৩
অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের পর বন কর্মকর্তাকে কারাগারে প্রেরন

বাগেরহাট প্রতিনিধি : একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার হওয়া বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফরেষ্ট রেঞ্জার একেএম ইউসুফ ওরফে মো. ইউসুফ আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার সকালে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

যুদ্ধাপরাধ মামলার আসামি ইউসুফ গ্রেপ্তারের আগ পর্যন্ত ছিলেন শরণখোলা রেঞ্জের শরণখোলা স্টেশন কর্মকর্তা। তিনি জামালপুরের চাঁনপুর হরিণাকান্দা গ্রামের আব্দুল খালেক ওরফে খালেক মাস্টারের ছেলে। গত ৯ ডিসেম্বর রাতে সুন্দরবন পূর্ব বিভাগের দুবলারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। ইউসুফ মুক্তিযুদ্ধের সময় আল বদর বাহিনীতে ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযোগ আনা হয়েছে।

ট্রাইব্যুনাল প্রসিকিউট হায়দার আলী জানান, সকাল সাড়ে ১০টার দিকে ইউসুফকে ট্রাইব্যুনালে হাজির করে তদন্ত সংস্থা। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। আদালত এই মামলার তদন্তের অগ্রগতির প্রতিবেদন দাখিলের জন্য ৪ ফেব্রুয়ারি দিন ঠিক করে দিয়েছে বলে প্রসিকিউটর হায়দার জানিয়েছেন।

(কেএনআই/এইচআর/ডিসেম্বর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test