E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইসকন মন্দিরে হামলার দায় স্বীকার করে শরিফুলের জবানবন্দি

২০১৫ ডিসেম্বর ২০ ১৩:৩৭:২৫
ইসকন মন্দিরে হামলার দায় স্বীকার করে শরিফুলের জবানবন্দি

দিনাজপুুর প্রতিনিধি : দিনাজপুরে ইসকন মন্দিরের হামলার ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে হামলার সময় আটক শরিফুল ইসলাম।

শনিবার রাতে দিনাজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নাজমুল হোসেনের আদালতে এই স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে সে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শরিফুল ইসলাম দিনাজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এফএম আহসানুল হকের খাস কামরায় বিদেশী নাগরিক ও ধর্মযাজক ডা. পিয়েরো পারোলারীকে হত্যা চেষ্টাকারী ও ইসকন মন্দিরে হামলাকারীরা একই জঙ্গী গ্রুপের সদস্য এবং তারাই এই ঘটনা ঘটিয়েছে এমন স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন। ওই সময় তিনি ইসকন মন্দিরের হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও পিস্তল দিয়ে সে সহ ৩ হামলাকারী ইতালীয় নাগরিককে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করে ও হামলার সময় শরিফুলসহ অপর ২ জন ছিলেন বলে আদালতকে জানান।

দিনাজপুর ডিবি পুলিশের ওসি রেদওয়ানুর রহিম রবিববার দুপুরে সাংবাদিকদের জানান, শনিবার রাতে ইসকন মন্দিরে হামলার ঘটনায় আটক শরিফুল ইসলাম এডিশনাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নাজমুল হোসেনের আদালতে ইসকন মন্দিরের হামলার ঘটনার সাথে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। আটক জেএমবি সদস্য শরিফুল ইসলাম ডিবি’র রিমান্ডে থাকা অবস্থায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ার ইচ্ছা প্রকাশ করলে শনিবার রাতে তাকে বিচারকের সামনে হাজির করা হয়। এ সময় সে ইসকন মন্দিরে হামলার দায় স্বীকার করেন।

ওসি জানান, বিদেশি নাগরিক হত্যা চেষ্টা ও ইসকন মন্দিরে হামলার ঘটনায় অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করেছে শরিফুল ইসলাম। তবে মামলার স্বার্থে এ মুহুর্তে তাদের নাম প্রকাশ করা সম্ভব নয়। ২ হামলাকারীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দবাজারের পার্শ্ববর্তী ডহচি জগন্নাথ মন্দির ও ইসকন মন্দিরে ধর্মসভা চলাকালীন ককটেল বিস্ফোরন ও গুলির ঘটনা ঘটে। এতে গুলিতে দু’জন আহত হয়। পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে শরিফুল ইসলাম (২৮) নামে একজনকে আটক করে। এই ঘটনায় গত শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া গ্রামে ওই হামলার সাথে জড়িত মোসাব্বিরুল হক (২৮) নামে একজনকে গ্রামবাসী আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোর্পদ করে। এ সময় তার ছোড়া গুলিতে একজন গ্রামবাসী আহত হয়। এই ঘটনায় কাহারোল ও বীরগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়।

এর আগে গত ১৮ নভেম্বর সকালে দিনাজপুরের মির্জাপুর বাসষ্ট্যান্ড এলাকায় ইতালীয় নাগরিক ও ধর্মযাজক ডা. পিয়েরো পারোলারীকে গুলি করে ৩ জন দুর্বৃত্ত। এ সময় সে মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়।

(এটি/এইচআর/ডিসেম্বর ২০, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test