E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৬৩টি জেলায় একযোগে বোমা হামলা

রাঙামাটিতে ৫ জেএমবির ১০ বছর সাজা

২০১৬ জানুয়ারি ১৮ ১২:৪১:২৯
রাঙামাটিতে ৫ জেএমবির ১০ বছর সাজা

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির পাঁচ সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। রাঙামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আজিজুল হক আজ সোমবার এ মামলার রায় ঘোঘণা করে।

কারাদণ্ডাদেশ পাওয়া জেএমবির সদস্যরা হলেন- রাঙামাটির বরকল উপজেলার ওবায়দুর রহমান খায়ের, দিনাজপুরের আরিফুল ইসলাম, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আইয়ুব আলী, নীলফামারীর জলঢাকা উপজেলার মো. আবদুল হাফিজ খলিল ও কক্সবাজারের মো. জাবেদ ইকবাল।

২০০৫ সালের ১৭ আগস্ট ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছিল জেএমবি। এর অংশ হিসেবে এসব জেলার ৬৩৪টি স্থানে বোমা ফাটিয়ে আতঙ্ক তৈরি করে তারা। রাঙামাটিতে বিস্ফোরণ ঘটানো হয় তিনটি স্থানে। ওই ঘটনায় বিস্ফোরক আইনে পুলিশের দায়ের করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ বিচার শেষে আদালত পাঁচজনকে দণ্ডাদেশ দিলেও অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দিয়েছে।




(ওএস/এস/জানুয়ারি ১৮,২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test