E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাইকোর্ট বায়ু দূষণ রোধে পদক্ষেপ জানতে চায়

২০১৬ জানুয়ারি ২৫ ১৫:৪৮:০৬
হাইকোর্ট বায়ু দূষণ রোধে পদক্ষেপ জানতে চায়

স্টাফ রিপোর্টার :ঢাকার দুই ভাগ এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশেন এলাকায় বায়ু দূষণ রোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ আজ সোমবার রুলসহ এই আদেশ দেয়। বিবাদীদের এ বিষয়ে জানাতে বলে আদালত আগামী ২৫ ফেব্রয়ারি শুনানির পরবর্তী দিন রেখেছে।

চার সিটিতে বায়ু দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী জুলহাস উদ্দিন আহমদ ও মো. মজিবুর রহমান গত ১৭ জানুয়ারি এই রিট আবেদন করেন, যার ওপর সোমবার শুনানি হয়। আদালতে জুলহাস উদ্দিন নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা।

চার সিটি এলাকার বায়ু থেকে ধুলা, ধোঁয়া ও প্রাণঘাতী উপাদান অপসারণে বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে। স্বরাষ্ট্র সচিব, বন ও পরিবেশ সচিব, পুলিশ মহাপরিদর্শক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

(ওএস/এস/জানুয়ারি২৫,২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test