E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে ৭ খুন মামলায় সাক্ষ্য গ্রহন শুরু

২০১৬ মে ০২ ১২:১২:২৬
নারায়ণগঞ্জে ৭ খুন মামলায় সাক্ষ্য গ্রহন শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে প্রধান আসামি নূর হোসেন ও র‌্যাবের প্রাক্তন তিন কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ ও জেরা শুরু হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম ওয়াজেদ আলী খোকন জানান, ১০ জন সাক্ষীকে আদালতে হাজির থাকার নোটিশ করা হয়। তাদের মধ্যে সাতজন আদালতে উপস্থিত হয়েছেন। তারা হলেন নিহত স্বপনের স্ত্রী মোর্শেদা বেগম, এএসআই রিয়াজুল হক, কনস্টেবল বদরুল আলম, কনস্টেবল সেলিম রেজা, আনোয়ার হোসেন, মোক্তার হোসেন ও ওয়াহিদুজ্জামান।

এর আগে সকাল সাড়ে ৯টার মধ্যে এ মামলার প্রধান আসামি নূর হোসেন, র‌্যাব-১১-এর প্রাক্তন অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

(ওএস/অ/মে ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test