E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিবরিয়া হত্যা মামলায় আরো দুইজনের সাক্ষগ্রহণ

২০১৬ সেপ্টেম্বর ২৯ ১৫:১৬:৪৬
কিবরিয়া হত্যা মামলায় আরো দুইজনের সাক্ষগ্রহণ

সিলেট প্রতিনিধি : সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আরো দুই জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার  দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের আদালতে স্বাক্ষ্য গ্রহন সম্পন্ন হয়।

এ নিয়ে এ মামলায় ১৭১ জন সাক্ষীর মধ্যে ৩৪ জনের স্বাক্ষ্য নেয়া হলো। আগামী ৫ অক্টোবর পরবর্তী স্বাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত।

সিলেট দ্রুত বিচার ট্রাইবুনালের পিপি এডভোকেট কিশোর কুমার কর জানান, আজ সঞ্জিব আলী ও লিলু শুক্লা দাশ নামের দুই প্রত্যক্ষদর্শীর স্বাক্ষ্যগ্রহণ করা হয়।

সাক্ষ্যগ্রহণের সময় এই মামলায় কারান্তরীন ১৪ আসামীর মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়া সকল আসামী আদালতে উপস্থিত ছিলেন।

গত বছরের ৩০ সেপ্টেম্বর মামলার বাদি হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের স্বাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় এ মামলার স্বাক্ষ্যগ্রহণ।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test