E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জঙ্গি মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে’

২০১৬ অক্টোবর ০৬ ১৬:২৯:৩৯
‘জঙ্গি মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে’

স্টাফ রিপোর্টার : সারাদেশে ১৬৯টি জঙ্গি মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার জাতীয় সংসদে চট্টগ্রাম-১১ আসনের এমপি এম আবদুল লতিফের তারকা চিহিৃত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জঙ্গি মামলার মধ্যে ঢাকা বিভাগে (ময়মনসিংহসহ) ৬০টি, চট্টগ্রাম বিভাগে ৩৬টি, রাজশাহী বিভাগে ২৭টি, খুলনা বিভাগে ১২টি, বরিশাল বিভাগে ৭টি, সিলেট বিভাগে ৮টি এবং রংপুর বিভাগে ১৯টি মামলা রয়েছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তিকল্পে সংশ্লিষ্ট সরকারি কৌশলীগণকে সাক্ষী উপস্থিত করে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রদান করেছে সরকার।

আইনমন্ত্রী আরো বলেন, জঙ্গি সংশ্লিষ্ট মামলাগুলো যে সকল আদালতে বিচারাধীন রয়েছে সে সকল আদালতসমূহে যেন সার্বক্ষণিকভাবে বিচারক নিযুক্ত থাকেন অর্থাৎ বিচারক শূন্যতার কারণে এ সকল মামলার বিচারকার্যক্রম যেন বাঁধাগ্রস্ত না হয় সে বিষয়ে আইন ও বিচার বিভাগ সজাগ দৃষ্টি রাখছে।

জঙ্গিবাদ নির্মূল করার লক্ষে এবং অভিযুক্ত জঙ্গিদের দ্রুত বিচার নিশ্চিতকল্পে সরকার সদা সচেষ্ট ও যত্মবান রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলেও জানান তিনি।

সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর আরেক তারকা চিহিৃত প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, জঙ্গিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিচার ত্বরান্বিত করতে ৭ বিভাগীয় শহরে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের চেয়ে জঙ্গিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিচারে বিশেষ ভূমিকা পালন করতে পারবে বলে আশা করা যায়।

(ওএস/এএস/অক্টোবর ০৬, ২০১৬ )

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test