E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আত্মসমর্পণের পর কারাগারে সোহেল

২০১৬ অক্টোবর ০৯ ১১:৩১:১৬
আত্মসমর্পণের পর কারাগারে সোহেল

স্টাফ রিপোর্টার : মোহাম্মদপুর থানার নাশকতার একটি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার ঢাকা মহানগর হাকিম জাকির হোসের টিপুর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সোহেল। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সোহেল মোট ৪১টি মামলায় আত্মসমর্পণ করেছেন। বাকি মামলাগুলোর শুনানি চলছে।

বিএনপির হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়েছিল।

উল্লেখ্য, রংপুরে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় গ্রেফতার রয়েছেন সোহেলের ছোট ভাই রাশেদ-উন-নবী বিপ্লব। এই ঘটনার সঙ্গে সোহেলের সম্পৃক্ততা রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেছিল আইন-শৃঙ্খলা বাহিনী।


(ওএস/এএস/অক্টোবর ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test