E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে দুই জঙ্গি নিহতের ঘটনায় মামলা দায়ের

২০১৬ অক্টোবর ১০ ১৫:৪৩:২৭
টাঙ্গাইলে দুই জঙ্গি নিহতের ঘটনায় মামলা দায়ের

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে দুই জঙ্গী নিহত হওয়ার ঘটনার প্রায় ৩৬ ঘন্টা পর গতরাতে টাঙ্গাইল মডেল থানায় মামলা করেছে র‌্যাব। টাঙ্গাইল র‌্যাবের ডিএডি (ইন্সপেক্টর) মাহবুবুর রহমান বাদি হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় নিহত দুই জঙ্গি ছাড়াও অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামী করা হয়। আজ সোমবার সকালে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভুইয়া বিষয়টি নিশ্চিত করেন। 

এদিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক আব্দুস সোবাহান জানান, এখনো পর্যন্ত দুই জঙ্গির মরদেহ হাসপাতালের হিমঘরে রয়েছে। তবে আজ সোমবার পর্যন্ত নিহতদের কোন স্বজন খোঁজ নিতে আসেনি।

উল্লেখ্য, গত শনিবার সকাল ১০টার দিকে শহরের পৌর এলাকা কাগমারায় মির্জামাঠ এলাকায় আজাহার উদ্দিন মাস্টারের তিনতলা ভবনে র‌্যাব অভিযান চালায়। এসময় জঙ্গিদের সাথে র‌্যাবের গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জঙ্গি নিহত হয়। ঘটনার পরপর তিনতলা ওই ভবনটি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য ঘিরে রাখে। ঘটনাস্থলে বোমা ডিসপোজাল টিম আসার পর তিনতলা ওই ভবনে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রবেশ করে।

র‌্যাব জানায়, কাগমারা মির্জা মাঠের পাশে আজাহার উদ্দিন মাস্টারের বাড়িতে গত ২৭ সেপ্টেম্বর জঙ্গিরা ছাত্র পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয়। সারাদেশব্যাপি জঙ্গি অভিযান চলমান থাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে ওই বাড়িতে জঙ্গি আস্তানা গড়ে তুলে তাদের কার্যক্রম চলাচ্ছে। বিষয়টি নিশ্চিত হয়ে শনিবার সকাল ১০টার দিকে র‌্যাবের সদস্যরা সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এসময় আল্লাহ আকবার ধ্বনি দিয়ে জঙ্গিরা র‌্যাবকে লক্ষ করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালালে দুই জঙ্গি নিহত হয়। ঘটনার দুইদিন পরেও ঘটনাস্থল কাগমারা মির্জামাঠ ও আশপাশের এলাকায় লোকজনের চাপা আতঙ্ক বিরাজ করছে।

(এমএনইউ/এএস/অক্টোবর ১০, ২০১৬)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test