E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৃহকর্মী নির্যাতনের  মামলায় খালাস পেলেন ক্রিকেটার শাহাদাত ও স্ত্রী

২০১৬ নভেম্বর ০৬ ১৩:২৪:২১
গৃহকর্মী নির্যাতনের  মামলায় খালাস পেলেন ক্রিকেটার শাহাদাত ও স্ত্রী

স্টাফ রপেোর্টার :গৃহকর্মী নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্যকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

ঢাকার পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনালের বিচারক তানজিলা ইসমাইল রবিবার শাহাদাত ও নিত্যর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

অভিযোগ প্রমাণিত হলে এই দম্পতির সাত থেকে ১৪ বছরের কারাদণ্ড হতে পারত। কিন্তু তাদের বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব‌্যর্থ হয়েছে বলে আদালতের পর্যবেক্ষণে জানানো হয়।

গত বছরের ৬ সেপ্টেম্বর গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে শাহাদত মিরপুর থানায় সাধারণ ডায়েরি করার কয়েক ঘণ্টা পর খন্দকার মোজাম্মেল হক নামের এক সাংবাদিক পল্লবীর সাংবাদিক কলোনি থেকে মাহফুজা আক্তার হ্যাপি নামের ওই গৃহকর্মীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন।

পরে ওই কিশোরী থানায় শাহাদত ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। উদ্ধারকারী সাংবাদিক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এরপর পুলিশ জেসমিনকে গ্রেপ্তার করে; শাহাদত আদালতে আত্মসমর্পণ করেন।

গত বছরের ১৩ সেপ্টেম্বর ১১ বছরের ওই গৃহকর্মী নির্যাতনের বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দেয়। তদন্ত শেষে ২৯ ডিসেম্বর মিরপুর মডেল থানার পরিদর্শক শফিকুর রহমান আদালতে অভিযোগপত্র দেন।

ডিসেম্বরেই জামিনে কারামুক্ত হন শাহাদাত ও তার স্ত্রী। গত ২২ ফেব্রুয়ারি একই বিচারক এই দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

গত ৩১ অক্টেোবর দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি করে বিচারক তানজিলা ইসমাইল রায়ের জন‌্য ৬ নভেম্বর দিন রাখেন।

রাষ্ট্রপক্ষে এ মামলায় শুনানি করেন বিশেষ কৌঁসুলি আলী আসগর স্বপন। অন‌্যদিকে আসামিপক্ষে ছিলেন কাজী নজিবুল্লাহ হীরু।

আসামিপক্ষের দাবি ছিল, ওই গৃহকর্মী ‘রাগ করে’ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল; আসামিদের হাতে সে নির্যাতিত হয়নি।

এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট সাতজনের সাক্ষ্য শোনে আদালত। আসামিপক্ষে কোনো সাফাই সাক্ষী ছিলেন না।






(ওএস/এস/নভেম্বর ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test