E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় চিকিৎসক হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন

২০১৬ নভেম্বর ২৭ ১৫:৪২:৫৯
কুষ্টিয়ায় চিকিৎসক হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় পল্লি চিকিৎসক হত্যা মামলায় জিয়াউর রহমার জিয়া ও কামরুল ইসলাম নামে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় তাদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

রবিবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিজ্ঞ বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। এসময় আসামি জিয়াউর রহমার জিয়া আদালতে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. অনুপ কুমার নন্দী জানান, ২০০৬ সালের ১৯ এপ্রিল জেলার দৌলতপুর উপজেলার কোদালিয়া গ্রামের আজিজুল হকের বাড়িতে রোগী দেখতে যান পল্লি চিকিৎসক শহীদুল ইসলাম। পুর্ব শত্রুতার জের ধরে রাস্তা থেকে একই গ্রামের জিয়াউর রহমার জিয়া ও কামরুল ইসলামসহ কয়েকজন তাকে অপহরণ করে।

পরে শহীদুল ইসলামকে কুপিয়ে হত্যা করে সন্ধ্যায় কোদালিয়া গ্রামের এক মাঠে তার মরদেহ ফেলে রাখে। এ ঘটনায় নিহতের বড় ভাই কামরুল ইসলাম ১৩ জনকে আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রধান আসামি জিয়াউর রহমার জিয়া ও কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় আজ বিচারক তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও বাকিদের খালাস দেন।

পরে আদালতে উপস্থিত আসামি জিয়াউর রহমার জিয়াকে জেলা কারাগারে পাঠানো হয়।

(ওএস/এএস/নভেম্বর ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test