E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন শুরু আজ

২০১৬ ডিসেম্বর ২৪ ১০:০৫:০৩
জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন শুরু আজ

স্টাফ রিপোর্টার :আজ শনিবার ঢাকায় জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৬ শুরু হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দু’দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

সম্মেলনে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ ছাড়াও দেশের নিম্ন আদালতের বিভিন্ন পর্যায়ের দেড় হাজার বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। এ নিয়ে দ্বিতীয় বারের মতো জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনের আয়োজন করল সুপ্রিম কোর্ট। সম্মেলনে ‘বিচার বিভাগীয় তথ্য বাতায়ন’ এবং ‘পিডিএস ও ই-এপ্লিকেশন সফটওয়্যার’ উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অধিবেশনে প্রধান বিচারপতি ছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি প্রমুখ বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আপিল বিভাগের বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সম্মেলনের কর্ম অধিবেশনে ‘অধস্তন আদালত পরিদর্শনের ভিত্তিতে আদালত ও মামলা ব্যবস্থাপনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা।

প্রথম দিনের সমাপনী অধিবেশনে সম্মেলনে অংশগ্রহণকারী নিম্ন আদালতের বিচারকগণ বক্তব্য রাখবেন। এসময় তারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবেন বলে জানা গেছে। বিচারকদের বক্তব্য প্রদানের পর প্রধান বিচারপতি তাদের উদ্দেশে অভিভাষণ প্রদান করবেন।

সম্মেলনের দ্বিতীয় দিনের কর্ম অধিবেশন সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। কর্ম অধিবেশনে বেশ কিছু বিষয় আলোচনার জন্য রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, ‘সরকারি আইন সহায়তা কার্যক্রমে এনজিও’র ভূমিকা’, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ বাস্তবায়নে সমস্যা ও সমাধান’, ‘আদালত প্রশাসনের দক্ষতা বৃদ্ধিতে করণীয়’, ‘মামলার দ্রুত নিষ্পত্তিতে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের করণীয়’, ‘আধুনিক বিচার ব্যবস্থায় বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি প্রয়োগের অপরিহার্যতা’ ইত্যাদি। এসব আলোচনায় সভাপতি ও সঞ্চালকের ভূমিকায় থাকবেন আপিল ও হাইকোর্ট বিভাগের বেশ কয়েকজন বিচারক।

এ প্রসঙ্গে হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ ইত্তেফাককে বলেন,



(ওএস/এস/ডিসেম্বর২৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test