E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিচারকদের সার্বিক কল্যাণে কাজ করে যাবো’

২০১৬ ডিসেম্বর ২৫ ১৭:১৪:২৭
‘বিচারকদের সার্বিক কল্যাণে কাজ করে যাবো’

স্টাফ রিপোর্টার : জেলা জজদের উদ্দেশ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) বলেছেন, আমার বিশ্বাস আপনারা আমাকে আশাহত করবেন না। বিচারপ্রার্থীরা আপনাদের সততা ও কর্মনিষ্ঠায় ন্যায় বিচার প্রাপ্তির বিষয়ে গভীরভাবে আস্থাবান হবেন।

রবিবার সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৬ এর দ্বিতীয় কর্ম অধিবেশনের শুরুতে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বিচারকদের সার্বিক কল্যাণে আমি সাধ্যমত কাজ করে যাবো।

জজদের উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, আপনারা সময়ানুবর্তিতা, কর্মনিষ্ঠা, সততা, পেশাগত জ্ঞান ও মানবিক মর্যাদার প্রতি শ্রদ্ধা, জেলায় কর্মরত অন্যান্য অঙ্গের কর্মকর্তাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হবে। স্থানীয় আইনজীবীরা আপনাদের নিয়ে গর্ব করবেন। বিচারপ্রর্থীরা আপনাদের সততা ও কর্মনিষ্ঠায় গভীরভাবে আস্থাবান হবেন, ন্যায় বিচার প্রাপ্তির বিষয়ে।

তিনি বলেন, আইনজীবীদের যুক্তিসঙ্গত বৈধ দাবি দাওয়া থাকলে জেলাজজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও পরামর্শ অনুসারে ব্যবস্থা নেবেন। কিন্তু কোনক্রমেই আইন ও বিধির বাইরে কোনো পদক্ষেপ নেবেন না।

তিনি বলেন, ঢাকার বাইরে কর্মরত কোনো কোনো জেলা জজের গাড়ি প্রায়ই রাজধানীতে দৃশ্যমান হয়। এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রধান বিচারপতি বলেন, জেলা জজ নিজে সঠিক সময়ে আদালতে আসবেন। পুরো বিচারিক সময় বিচার কাজে নিয়োজিত থাকবেন।

জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ সমপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, কোনো কোনো জেলা জজ ও তার অধীনস্থ বিচারকের পরিবার ঢাকায় থাকেন। তাদের মধ্যে কিছু জেলা জজ ও তার অধীনস্থ বিচারক বৃহস্পতিবার দুপুরের পর ঢাকার উদ্দেশে রওনা হন। রোববার দুপুরে ফিরে যান কর্মস্থলে।

এছাড়া কোনো কোনো জেলা জজ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই সরকারি গাড়ি নিয়ে জেলার বাইরে ভ্রমণ করেন। কেউ কেউ নিজের গাড়ি না নিয়ে অন্য আদালতের গাড়ি ব্যবহার করেন। এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এর আগে রবিবার একইস্থানে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৬’দ্বিতীয় অধিবেশনের উদ্বোধন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা।

সম্মেলনে বিচার প্রার্থীদের আইনি সহায়তায় এনজিওর ভূমিকা নিয়ে কথা বলেন, লিগ্যাল এইড এর চেয়ারম্যান এম ইনায়েতুর রহীম। এ সময় আইনি সহয়তার সঙ্গে ভিকটিমদের যাতায়াত ভাতা দেওয়ার দাবি তোলেন জেলা জজরা।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ ছাড়াও দেশের নিম্ন আদালতের বিভিন্ন পর্যায়ের বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তারা সম্মেলনে যোগ দিয়েছেন।

দ্বিতীয় কর্ম অধিবেশনে সভাপতিত্ব করছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা। এছাড়া অধিবেশনে উপস্থিত আছেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী।

সম্মেলনে জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ, চিফ মেট্রোপলিটন ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কর্মকর্তা এবং স্পেশাল পাবলিক প্রসিকিউটররা (পিপি) বিষয় ভিত্তিক আলোচনায় অংশ গ্রহণ রয়েছে।

(ওএস/এএস/ডিসেম্বর ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test