E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরকতউল্লাহ বুলুসহ ২০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০১৭ ফেব্রুয়ারি ০৮ ১৬:৫১:৩৮
বরকতউল্লাহ বুলুসহ ২০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় বিএনপি নেতা বরকতউল্লাহ বুলুসহ ২০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

আগামী ৪ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদনের জন্য আদালত দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

অন্য আসামিরা হলেন- বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাইফুল ইসলাম নিরব, ইসহাক সরকার প্রমুখ। মামলাটিতে বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ পাঁচজন জামিনে আছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি বিএনপির ডাকা হরতাল চলাকালে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ রোডে মোহাম্মদিয়া হোমস লিমিটেডের সামনে আসামিরা মানুষ হত্যার উদ্দেশ্যে চলমান যানবাহনে ককটেল নিক্ষেপ করেন। এতে অনেকে আহত হন। ওই ঘটনায় মোহাম্মদপুর থানার এসআই মাহফুজুর রহমান বাদী হয়ে ওই দিনেই সংশ্লিষ্ট থানায় মামলা করেন। একই থানার এসআই মো. ফজল মিয়া মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test