E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিনা বিচারে ৮ বন্দির জামিন প্রশ্নে রুল জারি

২০১৭ ফেব্রুয়ারি ১৪ ১৪:২৫:৩৩
বিনা বিচারে ৮ বন্দির জামিন প্রশ্নে রুল জারি

স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন কারাগারে বিনা বিচারে ১০ বছরের অধিক সময় বন্দি আটজনকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার সকালে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে গতকাল সু্প্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস আদালতে এই আট বন্দির তথ্য উপস্থাপন করেন।

এই আট বন্দি হলেন- সাব্বির আহমেদ দুলাল, সাইফুল আলম বেলাল, আসাদুর, অসীম হালদার, মোহাম্মদ তকদীর মিয়া, সাজু মিয়া, মোহাম্মদ জালাল ও দানা মিয়া।

মামলা নিষ্পত্তি না হওয়ায় তারা ১০ বছরের অধিক সময় ধরে দেশের বিভিন্ন কারাগারে রয়েছেন। হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় তারা কারাগারে বন্দি রয়েছেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test