E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিমুল হত্যা মামলায় মেয়র মীরুসহ ৬ আসামি কারাগারে

২০১৭ ফেব্রুয়ারি ১৮ ১৫:৫৪:৫৮
শিমুল হত্যা মামলায় মেয়র মীরুসহ ৬ আসামি কারাগারে

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সাংবাদিক শিমুল হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড শেষে শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরুসহ ৬ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ তাদের হাজির করে। এরপর শুনানি শেষে বিচারক শরীফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আর্দেশ প্রদান করেন।

অপর আসামীরা হলেন, সদ্য বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা কেএম নাসির উদ্দিন, আশরাফ আলী, নাজমুল ইসলাম, আলমগীর হোসেন ও জহির শেখ।

এ আদালতের জেনারেল রেজিষ্টার অফিসার (জিআরও) আতাউর রহমান ও এ মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ৭ ফেব্রুয়ারি শিমুল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম শাহজাদপুর আমলী আদালতে তাদের হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড শুনানি শেষে শাহজাদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাসিবুল হক তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারী দু‘গ্রুপের সংঘষর্র ছবি তোলার সময় সাংবাদিক আব্দুল হাকিম শিমুল গুলিতে আহত হয়। গুরুতর অবস্থায় ৩ ফেব্ররুয়ারি তাকে বগুড়া থেকে ঢাকায নেয়ার পথে সে মারা যায়।

এ ঘটনায় ওইদিন রাতে নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী মোছাঃ নুরুন্নাহার বাদী হয়ে মেয়র হালিমুল হক মীরুসহ ১৮ জনের নাম উল্লেখ ও আরো অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ৫ ফেব্ররুয়ারি রাতে ঢাকার শ্যামলী এলাকা থেকে ঢাকা মেট্টোপলিটন পুলিশের সহায়তায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ মেয়র হালিমুল হক মীরুকে ওই মামলায় গ্রেফতার করে। এর আগে অপর আসামীদের গ্রেফতার করা হয়।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার ইন্সপেক্টর(তদন্ত) মনিরুল ইসলাম জানান, মেয়র মিরু সহ এ ৬ আসামীকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে । ফলে এ মামলার বেশ খানিকটা অগ্রগতি হয়েছে বলে তিনি দাবি করেন। তাদের দেয়া ওই সব তথ্য এখন যাচাই বাছাই করে দেখা হচ্ছে বলেও তিনি জানান। তবে মামলার তদন্তের স্বার্থে তিনি এর চেয়ে আর বেশি কিছু বলতে রাজি হননি। এক প্রশ্নের জবাবে তিনি ইঙ্গীত দিয়ে আরো বলেন, তদন্তের স্বার্থে তাদের আবারও রিমান্ডে নেয়া হতে পারে।

(এআরপি/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০১৭)

GKz‡ki MÖš’‡gjvq Kzwóqvi ZiæY AvBbRxex wmivR cÖvgvwYK Gi 20Zg AvBb MÖš’ ÔcÖvZ¨wnK Rxe‡b AwZ cÖ‡qvRbxq AvBbÕ

óvd wi‡cvU©vit Gevi GKz‡ki MÖš’‡gjvq Kzwóqvi ZiæY AvBbRxex, M‡elK I AvBbMÖš’ cÖ‡YZv wmivR cÖvgvwYK Gi 20Zg AvBbMÖš’ ÔcÖvZ¨wnK Rxe‡b AwZ cÖ‡qvRbxq AvBbÕ eBwU cvIqv hv‡”Q Kvgiæj eyK nvD‡Ri 414 I 418 bs ó‡j| cÖwZwU gvby‡liB wbR¯^ GKUv Rxeb _v‡K, †h Rxe‡bi AwfÁZvq e¨w³ wn‡m‡e wZwb Abb¨| G eB‡qi †jLK Luy‡U Luy‡U Rvb‡Z †Póv K‡i‡Qb AvBbv½‡b Avmv gvby‡li RxebwPÎ, Zv‡`i †fvMvwšÍi K_v, K‡ói K_v, AÁZvi K_v| gvby‡li Rxe‡b N‡U hvIqv †cÖg, fvjevmv, we‡q, ZvjvK, †`b‡gvni, ‡hŠZzK, bvix I wkï wbh©vZb, gvbevwaKvi, cvwievwiK, nZ¨v, Rwg welq¸‡jv bvbv Abyl½ n‡q ‡jL‡Ki ü`‡q aiv w`‡q‡Q| eBwU‡Z i‡q‡Q AvB‡bi mnR cvV, ev¯Íe †KBm óvwW, D”P Av`vj‡Zi wm×všÍ, mKj †kÖYx-‡ckvi gvby‡li cvV Dc‡hvMx| d‡j G eB mvaviY cvVK ‡_‡K ïiæ K‡i AvB‡bi wkÿv_©x, AvBbRxex, wePviK I M‡elK‡`iI cÖ‡qvRb ‡gUv‡e| cÖwZwU Aa¨vq AvB‡bi Mrevuav gvic¨vu‡Pi kã cwinvi K‡i mnR‡eva¨ K‡i iwPZ n‡q‡Q| cÖwZwU wel‡q ‡`Lv‡bv n‡q‡Q D`vniY| G‡Z AvB‡bi welq¸‡jv Avi ZvwË¡K _v‡Kwb, n‡q D‡V‡Q e¨envwiK| d‡j cvVK mn‡RB Zvui mgm¨vi mnR mgvavb Lyu‡R cv‡eb| cÖwZwU wel‡q me©‡kl ms‡kvabx ‡_‡K Z_¨ ‡`Iqv n‡q‡Q| myweb¨¯Ífv‡e mvRv‡bvi Kvi‡Y welq¸‡jv n‡q D‡V‡Q mvejxj| AvB‡bi fvlv KwVb, c‡o ‡evSv KóKi G aviYv cv‡ë hv‡e eBwU co‡j| wbZ¨ cÖ‡qvRbxq AvBb¸‡jv wb‡q ‡Kv‡bv AvBwb Sv‡gjvq co‡j Kx Ki‡Z n‡e, wbqgKvbyb Kx, ‡Kv_vq ‡h‡Z n‡e, KZ LiP n‡e cvVK Lye mn‡RB G eB ‡_‡K cv‡eb| GKwU ‡`‡k, GKwU mgv‡R mykvmb cÖwZôvi Rb¨ cª‡qvRb e¨vcK Rb‡Mvôxi AvBb m¤ú‡K© m‡PZbZv| G ev¯ÍeZvi wbwi‡L †jL‡Ki G eBLvwb Aciva m‡PZb GKwU Rb‡Mvôx m…wó Ki‡Z Ae`vb ivL‡e| 55 MÖvg Ad‡mU KvM‡R Qvcv eBwUi c…ôv msL¨v 306| g~j¨ 400 UvKv gvÎ| PgrKvi cÖ”Q`| cÖKvk K‡i‡Qb Kvgiæj eyK nvDR|

K¨vckbt eB‡qi Kvfvi †cR

evZ©v †cÖiKt wmivR cÖvgvwYK, AvBbRxex evsjv‡`k mycÖxg †KvU© I RR †KvU©, Kzwóqv| †gvevBjt 01716-856728

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test