E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুফতি হান্নানের প্রিজন ভ্যানে হামলার ঘটনায় মামলা

২০১৭ মার্চ ০৭ ১৩:১৫:২৩
মুফতি হান্নানের প্রিজন ভ্যানে হামলার ঘটনায় মামলা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে হরকাতুল জেহাদ (হুজি) নেতা মুফতি হান্নান ও তার সহযোগীসহ ১৯ আসামিকে বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় মামলা দায়ের হয়েছে। সোমবার রাতে টঙ্গী থানায় মামলাটি দায়ের করা হয়।

টঙ্গী থানার ডিউটি অফিসার এসআই মো. সাইফুল ইসলাম জানান, টঙ্গী থানার এসআই অজয় কুমার চক্রবর্তী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।

এ মামলায় ঘটনাস্থল থেকে আটক মোস্তফা কামালসহ আরো অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, হুজি নেতা মুফতি হান্নানসহ ১৯ আসামিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার হাজিরা দিতে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার সকালে ঢাকায় আদালতে পাঠানো হয়।

মুফতি হান্নান ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যা চেষ্টা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি।

হাজিরা শেষে প্রিজন ভ্যানে করে কাশিমপুরের ওই কারাগারে ফিরিয়ে আনার পথে বিকাল সাড়ে ৫টার দিকে টঙ্গীর কলেজ গেইট এলাকায় পৌঁছলে প্রিজন ভ্যান লক্ষ্য করে মোস্তফা কামাল হাতবোমা নিক্ষেপ করে। এ সময় দুটি বোমা রাস্তায় পড়ে বিস্ফোরিত হয়।

এ ঘটনায় কেউ আহত হয়নি এবং প্রিজন ভ্যানেও বোমা লাগেনি। ঘটনাস্থল থেকে ককটেল, সাউন্ড গ্রেনেড, চাপাতিসহ মোস্তফাকে আটক করে পুলিশ।

(ওএস/এসপি/মার্চ ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test