E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিয়ামকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

২০১৭ জুলাই ০৪ ১৫:৩৬:১৩
সিয়ামকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার : পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে দুই হাত হারানো শরীয়তপুরের সিয়াম খানকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে ক্ষতিপূরণ এ অর্থ দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জারি করা হাইকোর্টের রুল নিষ্পত্তি করে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

গত ২৪ এপ্রিল বিভিন্ন জাতীয় দৈনিকে সিয়াম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওইসব প্রতিবেদন যুক্ত হাইকোর্টে রিট করেন আইনজীবী সিফাত মাহমুদ। পরে আদালত রুল জারি করেন। পাশাপাশি আদালত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের তলবও করেছিলেন।

এর মধ্যে সংশ্লিষ্টরা হাজির হয়ে এ বিষয়ে তদন্ত করার কথা আদালতকে অবহিত করেন। পরে আদালত এ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সে প্রতিবেদন উপস্থাপনের পর আদালত আজ (মঙ্গলবার) এই রায় দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব শফিক। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সিয়াম খান (১৭) পড়াশোনার পাশাপাশি টিউশনি করতেন। গত ৫ এপ্রিল বিকেলের ঝড়ে গ্রামে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। সন্ধ্যায় বিঝারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মজিবুর রহমান পল্লী বিদ্যুৎ সমিতির জেলা কার্যালয়কে ফোনে বিষয়টি জানান। পরদিন সকালে ওই সঞ্চালন লাইন মেরামত করা হবে বলে মজিবুরকে জানানো হয়। কিন্তু সঞ্চালন লাইন মেরামত না করেই পরদিন দুপুরে লাইনটি চালু করে পল্লী বিদ্যুৎ সমিতি।

ওই সময় সঞ্চালন লাইনের তারে জড়িয়ে যায় সিয়াম। বিকট শব্দ হয়। লোকজন দৌড়ে আসেন। আহত অবস্থায় সিয়ামকে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তার শরীরে দুই দফা অস্ত্রোপচার করা হয়েছে।

অস্ত্রোপচারের পর সংক্রমণ দেখা দেয়ায় ১২ এপ্রিল তার বাঁ হাত কবজির উপর থেকে কেটে ফেলা হয়। একই কারণে ১৬ এপ্রিল তার ডান হাতেরও কবজির উপর থেকে কেটে ফেলতে হয়। এ ছাড়া মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ায় সেখানেও অস্ত্রোপচার করাতে হবে তার।

(ওএস/এসপি/জুলাই ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test