E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেয়র পদ ফিরে পেতে মান্নানের রিট

২০১৭ জুলাই ০৯ ১২:১৬:১৫
মেয়র পদ ফিরে পেতে মান্নানের রিট

স্টাফ রিপোর্টার : তৃতীয়বারের মতো সাময়িক বরখাস্ত হওয়ার পর ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান।

রবিবার বেলা ১১টার দিকে রিট আবেদনটি দায়ের করা হয়।

মেয়র মান্নানের আইনজীবী আবু হানিফ জানিয়েছেন, আবেদনে সাময়িক বরখাস্তের আদেশের ওপর স্থগিতাদেশ এবং তার (এম এমান্নানের) দায়িত্ব পালনের ওপর স্থিতাবস্থা চেয়ে আবেদন করা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটি উপস্থাপন করা হবে বলে আগে জানিয়েছিলেন তার আইনজীবী আবু হানিফ।

দুর্নীতি দমন কমিশনের এক মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপন জারি করে এম এ মান্নানকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে।

২০১৩ সালে গাজীপুর সিটি মেয়র নির্বাচিত হন বিএনপির এই নেতা।

পরবর্তীতে নাশকতার এক মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ার পর ২০১৫ সালের ১৯ আগস্ট অধ্যাপক মান্নানকে প্রথমবার বরখাস্ত করেছিল স্থানীয় সরকার বিভাগ।

এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের ২৮ মাস পর মেয়র পদ ফিরে পান এম এ মান্নান।

কিন্তু এরপরপরই আরও একটি মামলার অভিযোগপত্র গৃহীত হলে ২০১৬ সালের ১৮ এপ্রিল দ্বিতীয়বারের মতো তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ওই আদেশের বিরুদ্ধেও আইনি লড়াই করেন মান্নান। গত ১৮ জুন পুনরায় পদ ফিরে পান তিনি। কিন্তু এর কয়েকদিনের মধ্যে দুর্নীতির মামলায় অভিযোগপত্র গৃহীত হওয়ার পর ফের তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মেয়র নির্বাচিত হওয়ার পর বিভিন্ন মামলায় বিএনপির এ নেতাকে বেশিরভাগ সময় কারাগারেই কাটাতে হয়েছে।

(ওএস/এসপি/জুলাই ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test