E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

৪ মামলায় জয়নুল আবেদীন ফারুকের জামিন

২০১৭ জুলাই ১৮ ১৫:২৩:২২
৪ মামলায় জয়নুল আবেদীন ফারুকের জামিন

স্টাফ রিপোর্টার : হরতাল অবরোধে নাশকতার অভিযোগে রাজধানীর পন্টন থানায় দায়ের করা পৃথক চার মামলায় জামিন পেয়েছেন সাবেক চিফ হুইফ ও বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক।

মঙ্গলবার বিচারপতি মিফতাহউদ্দিন চৌধুরী এবং বিচারপতি এএনএম বসির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ জামিন সংক্রান্ত আবেদন শুনানি করে এই আদেশ দেন। একই সঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আদালতে আজ (মঙ্গলবার) সাবেক চিফ হুইপের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার সাকিব মাহবুব। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবীর।

আইনজীবী সাকিব মাহবুব বলেন, পল্টন থানায় দায়ের করা চার মামলায় জয়নুল আবদিন ফারুককে জামিন দিয়েছেন আদালত। একই সঙ্গে জারি করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার জামিন গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, ২০১৫ সালের ৪ জানুয়ারি একটি, ৬ জানুয়ারি দুই ও ৭ জানুয়ারি একটিসহ চারটি মামলায় হয়। ওই মামলায় জামিন আবেদন করলে আদালত আজ (মঙ্গলবার) শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবীরও সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৭ জুলাই) হাইকোর্ট আরও একটি মামলায় তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১৫ সালে হরতাল-অবরোধ চলাকালে পল্টন থানায় দায়ের করা এসব মামলায় গত ২ জুলাই আদালতে আত্মসমর্পণ করে জামিন চান জয়নুল আবেদিন ফারুক। তবে ওই আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিন।

(ওএস/এসপি/জুলাই ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test