E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিচারপতি জয়নুল আবেদীনের জামিন আপিলে বহাল

২০১৭ জুলাই ২৪ ১৬:১১:৪৮
বিচারপতি জয়নুল আবেদীনের জামিন আপিলে বহাল

স্টাফ রিপোর্টার : দুর্নীতির অভিযোগে গ্রেফতার হতে পারেন এই আশঙ্কায় আপিল বিভাগের সাবেক বিচারপতি জয়নুল আবেদীনকে দেয়া হাইকোর্টের আগাম জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একইসঙ্গে এ সংক্রান্ত হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। জয়নুল আবেদীনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল ইসলাম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

গত ১০ জুলাই বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বশির উল্লাহের সমন্বয়ে গঠিত বেঞ্চ সাবেক এ আপিল বিভাগের বিচারপতিকে আগাম জামিন দেন। একইসঙ্গে তাকে কেন নিয়মিত জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন।

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করে দুদক।

দুদকের আবেদন শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালত কোনো আদেশ না দেয় তা নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। আজ সেই আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ এই আদেশ দেন।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১০ সালের ১৮ জুলাই আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনকে নোটিশ দেয় দুদক। দুদকের দেয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে বিচারপতি জয়নুল আবেদীন ২০১০ সালের ২৫ জুলাই হাইকোর্টে একটি রিট আবেদন করেছিলেন।

রিটের ওপর শুনানি গ্রহণের পর বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিষয়টি উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজ করে দেন।

এর সাত বছর পর পুনরায় সাবেক এই বিচারপতির বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে দুদকের কাছে- এমন উল্লেখ করে বিষয়টি অনুসন্ধানের স্বার্থে সুপ্রিম কোর্টের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে একটি চিঠি দেয় দুদক।

এর জবাবে গত ২৮ এপ্রিল আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুনাভ চক্রবর্তী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিরুদ্ধে দুদকের কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ সমীচীন হবে না বলে সুপ্রিমকোর্ট মনে করে। কোনো বিচার বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি বা অন্য কোনো অভিযোগ উত্থাপিত হলে, সুপ্রিমকোর্টের পরামর্শ ছাড়া তার প্রাথমিক তদন্ত বা অনুসন্ধান না করার জন্য আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হয়েছে। এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

(ওএস/এসপি/জুলাই ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test