E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ড. ওসমানের তদন্ত চলমান, প্রিন্স মুসার অনুসন্ধান চলছে

২০১৭ জুলাই ২৭ ১৫:৫৭:৫১
ড. ওসমানের তদন্ত চলমান, প্রিন্স মুসার অনুসন্ধান চলছে

স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের বিরুদ্ধে করা মামলার তদন্ত চলছে। এছাড়া আলোচিত ব্যবসায়ী প্রিন্স মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলা না হওয়ায় অপরাধের বিষয়ে অনুসন্ধান চলছে।

বৃহস্পতিবার আন্তজাতিক অপরাধ ট্রাইবু্নালের তদন্ত সংস্থার ধানমন্ডিস্থ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা এম সানাউল হক এ তথ্য জানান।

সানাউল হক বলেন, এটা নতুন কোনো বিষয় না। এটা আগেই জানা যে ড. ওসমান ফারুকের বিরুদ্ধে মামলা আছে সে হিসেবে তদন্ত চলছে। মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলা হয়নি তার অপরাধের অনুসন্ধান চলছে।

সানাউল হক বলেন, ১৬ জনের বিরুদ্ধে শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশন শাখার জমা দেয়া হবে। এদের মধ্যে যশোহরের ১২ এবং শেরপুরের চারজন রয়েছে।তবে নড়াইলের ১২ জনের মধ্যে পাঁচজন ও নকলার চার জনের মধ্যে তিন জন গ্রেফতার রয়েছেন।অন্যরা পলাতক।

এক প্রশ্নের জবাবে সানাউল হক বলেন, পলাতকদের গ্রেফতারে পুলিশের গাফিলতি না থাকলেও মনোযোগের অভাব রয়েছে।তাদের গ্রেফতারে সরকারকে উদ্যোগ নিতে হবে।

সানাউল হক জানান, দুই মামলায় ১৬ জনের বিরুদ্ধে হত্যা, অপহরণ, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের তথ্য পাওয়া গেছে।

(ওএস/এসপি/জুলাই ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test