E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শুল্ক ফাঁকি : মুসার বিরুদ্ধে প্রতিবেদন ১১ সেপ্টেম্বর

২০১৭ আগস্ট ০১ ১৫:০২:১৫
শুল্ক ফাঁকি : মুসার বিরুদ্ধে প্রতিবেদন ১১ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার : শুল্ক ফাঁকি ও সুইস ব্যাংকে টাকা জমা রাখার অস্বচ্ছ হিসাব দাখিলের অভিযোগে ব্যবসায়ী প্রিন্স মুসা বিন শমসেরের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আগামী ১১ সেপ্টেম্বর। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম নুর নবী এ দিন ধার্য করেন।

গুলশান থানার আদালতের জিআর (সাধারণ নিবন্ধন) শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ফরিদ মিয়া বলেন, মামলার এজাহারটি সোমবার গুলশান থানা থেকে আদালতে আসে। ঢাকা মহানগর হাকিম নুর নবী এজাহারটি গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

এর আগে গতকাল (সোমবার) গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে প্রিন্স মুসা বিন শমসেরের বিরুদ্ধে শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মো. জাকির হোসেন বাদি হয়ে এ মামলা দায়ের করেন। শুল্ক গোয়েন্দা কর্তৃক এ মামলা তদন্ত করবে।

শুল্ক গোয়েন্দাদের অনুসন্ধানে প্রিন্স মুসা বিন শমসেরের বিরুদ্ধে শুল্কমুক্ত সুবিধায় আনা রেঞ্জ রোভার গাড়ি ভোলা বিআরটিএ-র কতিপয় কর্মকর্তার যোগসাজসে ভুয়া কাগজ দিয়ে রেজিস্ট্রেশন এবং বেনামে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং এর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

১৭ লক্ষ টাকা শুল্ক পরিশোধ দেখিয়ে ভুয়া বিল অব অ্যান্ট্রি প্রদর্শন করে গাড়িটি বেনামে রেজিস্ট্রেশন করেন প্রিন্স মুসা। কিন্তু শুল্ক গোয়েন্দার অনুসন্ধানে দেখা যায়, গাড়িতে ২.১৭ কোটি টাকার শুল্ক করাদি জড়িত।

শুল্ক গোয়েন্দার জিজ্ঞাসাবাদে প্রিন্স মুসা লিখিতভাবে জানান, সুইস ব্যাংকে তার ৯৬ হাজার কোটি টাকা গচ্ছিত আছে। কিন্তু তিনি ওই টাকার কোনো ব্যাংক হিসাব বা বৈধ উৎস দেখাননি। কয়েকবার নোটিশ দিলেও তিনি তা জমা দেননি।

গত ২১ মার্চ প্রিন্স মুসা গুলশানের বাড়িতে শুল্ক গোয়েন্দা অভিযান চালিয়ে রেঞ্জ রোভার গাড়িটি আটক করে। কার্নেট সুবিধায় আনা গাড়িটি সুবিধার অপব্যবহার এবং ব্যক্তিগত আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ভুয়া শুল্ক পরিশোধের কাগজ ব্যবহার করা হয়।

শুল্ক গোয়েন্দা এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসে শুল্ক ফাঁকির মামলা দায়ের করেছিল। অন্যদিকে, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় দুর্নীতির সংযোগ থাকায় তা পৃথকভাবে তদন্তের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ করা হয়েছে।

(ওএস/এসপি/আগস্ট ০১, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test