E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘নির্বাচন করার যোগ্যতা কমলা হ্যারিসের নেই’

২০২০ আগস্ট ১৪ ১৪:৩৬:২৪
‘নির্বাচন করার যোগ্যতা কমলা হ্যারিসের নেই’

আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন মার্কিন নির্বাচনে কমলা হ্যারিসের অংশগ্রহণের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যেটিক পদপ্রার্থী জো বাইডেনের ‘রানিং মেট’ কমলা হ্যারিসের নির্বাচনের অংশ নেয়ার কোন যোগ্যতাই নেই, এমন মন্তব্য করে বসলেন তিনি। এ নিয়ে ডেমোক্র্যাটের নীতি নির্ধারকরা আরও যাচাই-বাছাই করবেন বলে আশা করেন ট্রাম্প।

একইদিন কমলার নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মার্কিন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে আলোচনা-সমালোচনার জন্ম দেন। মার্কিন সংবিধান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অথবা ভাইস প্রেসিডেন্ট হতে হলে জন্মসূত্রে মার্কিন নাগরিক হতে হবে। ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ১৯৬৪ সালের ২০ অক্টোবর জন্মগ্রহণ করেন।

বুধবার (১২ আগস্ট) সবাইকে চমকে দিয়ে কমলা হ্যারিসকে নিজের রানিং মেট ঘোষণা করেন বাইডেন। বাইডেন যদি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তবে কমলা হবেন ভাইস প্রেসিডেন্ট।

আর এই নির্বাচনের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হচ্ছে ডেমোক্র্যোটের জো বাইডেনকে। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

(ওএস/পিএস/১৪ আগস্ট, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test