E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাওমিসহ আরও ৯ চীনা প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

২০২১ জানুয়ারি ১৫ ১৬:০৩:১৮
শাওমিসহ আরও ৯ চীনা প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতার একেবারে শেষমুহূর্তে এসে চীনের আরও নয়টি প্রতিষ্ঠানের ওপর শক্ত নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন নিষেধাজ্ঞার খড়গ নামা এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শাওমি, কোম্যাকের মতো ব্র্যান্ডগুলোও।

সিএনএন জানিয়েছে, গত বৃহস্পতিবার নতুন করে নয়টি চীনা প্রতিষ্ঠানের নাম নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। এসব প্রতিষ্ঠান চীনা সেনাবাহিনীর মালিকানায় অথবা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।

নতুন নিষেধাজ্ঞার ফলে চীনা প্রতিষ্ঠানগুলোতে যুক্তরাষ্ট্র থেকে যেকোনও ধরনের বিনিয়োগ যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে।

মার্কিন নিষেধাজ্ঞা শাওমির জন্য বেশ মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। কিছুদিন আগেই প্রতিষ্ঠানটি অ্যাপলকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা হয়ে উঠেছে। কিন্তু নিষেধাজ্ঞার খবর ছড়াতেই শুক্রবার হংকংয়ে তাদের শেয়ারের দর কমে গেছে অন্তত ১০ শতাংশ।

পেন্টাগনের নিষেধাজ্ঞার তালিকায় পড়েছে চীনের রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা সংস্থা কমার্শিয়াল এয়ারক্র্যাফ্ট করপোরেশন অব চায়না (কোম্যাক)।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে বলেছে, চীনের যেসব প্রতিষ্ঠান বেসামরিক মনে হলেও আদতে তারা উন্নত প্রযুক্তি ও দক্ষতা দিয়ে সামরিক বাহিনীকে সাহায্য করছে, তাদের প্রকাশ্যে আনতে এবং প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন নিষেধাজ্ঞার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি। তবে এর আগের নিষেধাজ্ঞাগুলোতে তীব্র প্রতিক্রিয়া, এমনকি পাল্টা নিষেধাজ্ঞাও দিয়েছিল তারা।

বৃহস্পতিবারের আগে আরও অন্তত ৩৫টি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পেন্টাগন। এর মধ্যে রয়েছে টেক জায়ান্ট হুয়াওয়ে, চিপ নির্মাতা এমএমআইসি’র মতো বৃহৎ প্রতিষ্ঠানও।

(ওএস/এসপি/জানুয়ারি ১৫, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test